ভাস্কর মুখোপাধ্যায়, শান্তিনিকেতন: মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে শান্তিনিকেতনে (Shantiniketan Accident) তুলকালাম। আহত আরও এক কলেজ ছাত্রী। ঘটনায় খোদ তৃণমূল বিধায়কের অভিযোগ, মাটি পাচারের সময় দুর্ঘটনা ঘটেছে। 


ছাত্রীর মৃত্যু ঘিরে তুলকালাম: মাটি পাচারের সময় ট্র্যাক্টরের ধাক্কা কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে শান্তিনিকেতনে তুলকালাম। স্থানীয় বাসিন্দারা গাড়ি আটকে দেন। নানুরের তৃণমূল বিধায়কের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত ছাত্রী ও তাঁর বান্ধবীকে। সেখানে বোলপুর কলেজের BA দ্বিতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বান্ধবী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির অভিযোগ, সোনাঝুরি হাটের জনবহুল রাস্তায় বেআইনি বালি-মাটির ট্র্যাক্টর বেপরোয়া গতিতে চলে। প্রশাসন ব্যবস্থা না নিলে  আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিজেপির কটাক্ষ, কাটমানির ভাগ না পাওয়াতেই বালি-মাটি পাচার নিয়ে মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক।  গতকাল দুপুর ১টা নাগাদ বান্ধবীকে নিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন বোলপুরের বাসিন্দা বছর কুড়ির স্নেহা চৌধুরী। ট্র্যাক্টরের ধাক্কায় স্নেহার মৃত্যু হয়। শান্তিনিকেতন থানার পুলিশ ট্র্যাক্টর আটক করলেও চালক পলাতক। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি বোলপুর পুরসভার ৯নং ওয়ার্ডের মিশন কম্পাউন্ড এলাকায়। পুজোর ছুটিতে পেশায় ব্যবসায়ী স্নেহার বাবা চঞ্চল চৌধুরী ও মা মুনমুন চৌধুরী বৃন্দাবন বেড়াতে গিয়েছেন। বুধবার  দুপুরে এক বান্ধবীর সঙ্গে স্কুটিতে সোনাঝুরি হাটের উদ্দেশে যাচ্ছিলেন। শালবন সংলগ্ন খোয়াইয়ের রাস্তায় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা অবৈধ বালি ও রাবিশবোঝাই ট্রাক্টরটি সরাসরি স্কুটিতে ধাক্কা মারে। স্নেহা ও তাঁর বান্ধবী ছিটকে পড়েন। ওইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন নানুরের বিধায়ক বিধান মাজি। তিনি তড়িঘড়ি গুরুতর জখম দুই ছাত্রীকে তাঁর গাড়িতে চাপিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু স্নেহাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বান্ধবীর চিকিৎসা চলছে। এই ঘটনায় পুলিশর ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কারণ, হাটের রাস্তাতেই রয়েছে পুলিশের ক্যাম্প। তা সত্ত্বেও কীভাবে ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।


এদিকে এবিষয়ে নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি অভিযোগ করেন, "অবৈধ বালি এবং মাটি নিয়ে দ্রুত গতিতে ট্রাক্টর গুলি যাতায়াত করে। এদিন অবৈধ মাটি এবং ইঁট নিয়ে যাচ্ছিল। এই রাস্তার উপর সোনাঝুড়ি হাট। প্রশাসনের যান নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাক্টর নিয়ন্ত্রণ করতে হবে।'' পাল্টা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, "বেআইনি বালি, মাটির ট্রাক্টর চালানোর অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। আর এই সব চালাচ্ছে তৃণমূল। তাহলে কি উনি কাটমানি পাচ্ছেন না।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Burdwan Medical College: কলেজ ক্যাম্পাসে অজ্ঞাতপরিচয় মহিলাদের প্রবেশ, ফের প্রশ্নের মুখে নিরাপত্তা