কমলকৃষ্ণ দে, বর্ধমান: ফের লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি। এদিন দুপুরে 31152 ডাউন বর্ধমান-শিয়ালদহ লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে যায়। রসুলপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বর্ধমান-শিয়ালদহ ডাউন লোকাল ট্রেন। ৩টে ২৫ থেকে রসুলপুর স্টেশনে দাঁড়িয়ে আছে বর্ধমান-শিয়ালদহ ডাউন ট্রেনটি। সমস্যায় যাত্রীরা।


ব্যাহত রেল পরিষেবা: ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, এদিন দুপুরে নির্ধারিত সূচি মেনেই শিয়ালদার উদ্দশে রওনা দেয় ডাউন বর্ধমান- শিয়ালদা লোকাল। ট্রেন রসুলপুর স্টেশন পৌঁছতেই বিপত্তি। ছিঁড়ে যায় প্যান্টোগ্রাফ। এদিন বেলা ৩:২৫ থেকে রসুলপুর স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। 


গত সপ্তাহে দক্ষিণ পূর্ব রেলের (South eastern Railway) হাওড়া আমতা শাখায় ব্যাহত রেল পরিষেবা। সকাল ৯:৪৫-এর ডাউন আমতা লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি। পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী জানান, ৯:৪৫ প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ হয়। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজও। 


শুরু বন্দে ভারতের ট্রায়াল রান: এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে! হাওড়া - নিউ জলপাইগুড়ির পর, এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। গত ২৮ এপ্রিল হয়েছে তার ট্রায়াল রান। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে। পুরী পৌঁছবে দুপুর বারোটা ৩৫-এ। অর্থাৎ সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিট। আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রাত সাড়ে ৮-টায় পৌঁছবে হাওড়া। তবে, ১৬ কোচের এই বন্দে ভারতে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।                                     


আরও পড়ুন: Summer Scalp Care: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস