Prosenjit with Mani Ratnam: মণিরত্নমের সঙ্গে আলাপচারিতা, এবার কি 'পোনিয়িন সেলভান ২'-এর নির্মাতার সঙ্গে কাজ করছেন প্রসেনজিৎ?

Prosenjit Chatterjee with Mani Ratnam: 'পোনিয়িন সেলভান ২' বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। ইতিমধ্যেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। সেই সাফল্যেই রবিবার একটি পার্টির আয়োজন করা হয়েছিল

Continues below advertisement

কলকাতা: টলিউড ছাড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র প্রশংসায় এখন মজেছে বলিউডও! তাঁর জুবিলি (Jubilee)-এখন বলিউডেও প্রশংসিত। আপাতত সিরিজের প্রচারের জন্য হামেশাই মায়ানগরীতে দেখা যাচ্ছে 'বুম্বাদা'-কে। আর এবার, সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা নতুন ছবি জল্পনা বাড়াল অনুরাগীদের মধ্যে। এবার কি মণিরত্নম (Mani Ratnam)-এর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা?

Continues below advertisement

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে তিনি মণিরত্নম ও অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)-র সঙ্গে ফ্রেম ভাগ করে নিয়েছেন। আর সেখান থেকেই অনেকে আন্দাজ করছেন, এবার কি মণিরত্নমের সঙ্গে ছবিতে কাজ করবেন প্রসেনজিৎ? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'মণিরত্নম স্যারের সঙ্গে দেখা করা সবসময় একটা ভাল, সুখকর অভিজ্ঞতা। মৌনারাঘম থেকে শুরু করে 'পোনিয়িন সেলভান ২', ওঁর সব ছবিই আমি দেখেছি। উনি একজন প্রেরণা। ওঁকে শ্রদ্ধা। আর অদিতি রায় হায়দারি, তোমাকেও শুভেচ্ছা সবসময় পাশে থাকার জন্য।'

প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া 'পোনিয়িন সেলভান ২' (Ponniyin Selvan 2) বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। ইতিমধ্যেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। আর সেই ছবির সাফল্যেই রবিবার একটি পার্টির আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমন্ত্রিত হিসেবে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই পার্টি থেকেই ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।                                 

প্রসঙ্গত, সদ্য অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'জুবিলি'। মূলত বলিউডের জন্মের ইতিহাস নিয়ে তৈরি হয়েছে 'জুবিলি'। 'জুবিলি' সিরিজটির পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতয়ানে। ইতিমধ্যেই তিনি উড়ান, লুটেরার মতো ছবির তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন এই পরিচালক। প্রসেনজিৎ ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অদিতি রাও, রাম কাপুরের মত অভিনেতাও। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতয়ানের পাশাপাশি সৌমিক সেনও।

 

আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

আরও পড়ুন: Sonakshi Sinha: সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় সোনাক্ষী, কিনারা করতে পারবেন বিজয়ের খুনের?

Continues below advertisement
Sponsored Links by Taboola