কলকাতা : NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) রাজ্যে প্রচার-সফরের আজ দ্বিতীয় ও শেষ দিন। আজ সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, সকালে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) বাড়িতে যাবেন দ্রৌপদী। এরপর বাইপাসের ধারে একটি হোটেলে, এ রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। 


বিজেপি সূত্রে খবর, শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না বলে জানিয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি। আমন্ত্রিতদের তালিকায় নাম নেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের। বৈঠক করে কালই কলকাতা ছাড়বেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু


রাজ্যে দ্রৌপদী মুর্মু-


গতকাল বাংলায় প্রচারে আসেন NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। এরপর শিলিগুড়ির একটি হোটেলে সিকিমের এনডিএ সরকারের ৩১ জন বিধায়কের সঙ্গে বৈঠক করেন । এঁদের মধ্যে বিজেপির বিধায়ক ১২ জন। 


আরও পড়ুন ; শিনজো-র মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, আজ কলকাতায় আসছেন না দ্রৌপদী মুর্মু


প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে তৃণমূলের সাংসদদের চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলের সাংসদরা সকলেই যশবন্ত সিন্হাকেই ভোট দেবেন।


গত শুক্রবার, ইসকনের রথযাত্রার সূচনা করতে গিয়ে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আগে থেকে যদি বিজেপি জানাত, যে একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম, বড় স্বার্থে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী আমি সব সময় পছন্দ করি। যেহেতু ১৭-১৮টা রাজনৈতিক দল একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে সবাই না বললে, আমার একা ফিরে আসা সম্ভব নয়।


উল্লেখ্য, এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) দুইজনেই সমর্থন চাইতে সারা দেশে ঘুরছেন।