দিল্লিঃ আজ কলকাতায় আসছেন না দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। উল্লেখ্য, আগামী ১৮ জুলাই দেশের পরবর্তী সাংবিধানিক প্রশাসন নির্বাচিত হবে। প্রতিযোগীতায় রয়েছেন দুই প্রার্থী। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। দুইজনেই সমর্থন চাইতে সারাদেশেই ঘুরছেন। আর এবার সেই সমর্থন চেয়েই এবার দ্রৌপদী মুর্মু-র কলকাতায় আসার কথা ছিল। কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Former Japanese Prime Minister ShinzoAbe )মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায়, এদিনের দ্রৌপদী মুর্মুর রাজ্য সফর শেষ অবধি বাতিল হয়ে গিয়েছে।
আরও পড়ুন,অনুব্রত-র কেনা একাধিক জমির দলিলের মিলল হদিস !
প্রসঙ্গত, দেশের প্রধানমন্ত্রী মোদি ইতিমধ্যেই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে একাধিক টুইট করেছেন । ৯ জুলাই জাতীয় শোকপ্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে জাপানে নারা শহরে বক্তব্য রাখার সময় আচমকাই গুলি করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সূত্র মারফত খবর, পিছন থেকে গুলি করা হয়েছে তাঁকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুলির শব্দ শোনা যায়। তারপরেই দেখা যায় লুটিয়ে পড়েছেন শিনজো আবে। সূত্রের খবর, সেইসময় পালমোনারি কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি।নারা এলাকায় কাশিহারা শহরের একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
উল্লেখ্য, জুন মাসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু । তারপরে নিজেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও। নির্বাচনের আগেই প্রতিটা রাজ্যেই ভোটে সমর্থন চেয়ে দ্রৌপদী মুর্মুর সফরের কথা রয়েছে। আর সেই সূত্রেই এবার একদিনের সফরে ৯ জুলাই দ্রৌপদী মুর্মুর আসার কথা ছিল কলকাতায়। কলকাতায় এসে দ্রৌপদী মুর্মুর রাজ্য বিধানসভায় যাওয়ার কথা ছিল। বিধায়কদের ভোট চাইতেই রাজ্য বিধানসভায় যেতেন,বলে জানা গিয়েছে।সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,' বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের। দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাই জয়ের সম্ভাবনা বেশি।' মূলত, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায়, এদিন দ্রৌপদী মুর্মুর কলকাতা সফর বাতিল হয়ে গিয়েছে।