মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন চালুর ১৫ দিনের মধ্যেই ধাক্কা । পরিকাঠামো তৈরি না থাকায় ডিসেম্বর মাসে দুয়ারে রেশন না দেওয়ার কথা ঘোষণা করল বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান । ডিসেম্বর মাসে এই প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে তাঁরা খাদ্য দফতরে আবেদন জানাবেন বলেও জানানো হয়েছে । যদিও জেলা খাদ্য সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে সরকারি প্রকল্প এভাবে বন্ধ করা যাবেনা । সমস্যা থাকলে প্রকল্প চালু রেখেই আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা হবে ।
নভেম্বর মাসের ১৬ তারিখে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নভেম্বরে বাঁকুড়া জেলা জুড়ে এই প্রকল্প চালুও হয়ে । কিন্তু সেই প্রকল্প চালু হওয়ার পনেরো দিনের মধ্যেই ফের তা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিল বাঁকুড়ায় । আজ বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান রীতিমত সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করল দুয়ারে রেশনের জন্য যে পরিকাঠামো দরকার তা তাদের নেই । এমত অবস্থায় তারা ডিসেম্বর মাসে গ্রাহকদের দরজায় পৌঁছে দিতে পারবে না রেশন সামগ্রী ।
দোকান থেকে আগের নিয়মেই রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে গ্রাহকরা । দুয়ারে রেশন নিয়ে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি রেশন সামগ্রী বন্টন নিয়েও জটিলতা তৈরি হয়েছে বলে এদিন দাবি করেছেন রেশন ডিলাররা । রেশন ডিলারদের দাবি, এখনও বহু গ্রাহক নিজের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত না করায় তাদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী দেওয়া হয়নি ডিলারদের । অন্যদিকে খাদ্য সরবরাহ দফতর স্পষ্টতই জানিয়ে দিয়েছে কোনও গ্রাহকের রেশন কার্ড থাকলেই তাঁকে রেশন সামগ্রী দিতে হবে ।
আধার যুক্ত না থাকা গ্রাহকদের কিভাবে রেশন সামগ্রী দেবেন ডিলাররা তা ভেবে পাচ্ছে না । বাঁকুড়া জেলা খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে দুয়ারে রেশন সরকারি প্রকল্প । এই প্রকল্প ডিলারদের চালু রাখতেই হবে । ডিলারদের সমস্যা মেটানোর চেষ্টা চলছে । প্রয়োজনে সমস্যাগুলি নিয়ে ফের আলোচনায় বসা হবে ।