সুমন ঘড়াই, করুণাময় সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, মালদা, দুর্গাপুর ও কলকাতা: দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। পুরাতন মালদায় ভিড়ের চাপে হয়ে আহত হলেন কয়েকজন মহিলা। অন্যদিকে, দুর্গাপুরেও ফর্ম তুলতে মানুষের ঠেলাঠেলি। এই অবস্থায় কাউকে অযথা ভিড় না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।


স্কুলের গেটের সামনে থিকথিকে ভিড়।আর গেট খুলতেই পড়িমড়ি দৌড়। কে আগে লাইনে দাঁড়াবেন, তারজন্যই ছুট লাগালেন সকলে।হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হলেন কয়েকজন মহিলা। দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে, বুধবার সকালে এমনই পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদায়। চরম বিশৃঙ্খলার এই ছবি ধরা পড়েছে সাহাপুর হাইস্কুলে।ভিড়ের চাপে পড়ে গিয়ে কেউ আঘাত পান মাথায়। কারও চোট লাগে হাতে-পায়ে। আহত ৫ মহিলাকে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।


সাহাপুর পঞ্চায়েতের এক সদস্য বলেছেন, প্রচুর মানুষ একসঙ্গে চলে আসায় এই সমস্যা।এনিয়ে মালদার জেলাশাসক জানিয়েছেন,এক জায়গায় অনেকে জড়ো হওয়ায় সমস্যা হয়েছে। ২১ তারিখ থেকে বুথ স্তরে ক্যাম্প করা হবে। 


অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় দুর্গাপুরের বেনাচিতিতেও।ভিড়িঙ্গি হাইস্কুলে কয়েক হাজার মানুষের ভিড়। ঠেলাঠেলিতে উধাও করোনা বিধি। মাইকে প্রচার সত্ত্বেও বদল নেই পরিস্থিতির।


এই পরিস্থিতিতে আরও ক্যাম্প বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রচুর আবেদন জমা পড়েছে মাত্র তিন দিনেই।  প্রচুর ভিড় হচ্ছে।  ২২ হাজার ক্যাম্প চলছে।  কিন্তু ভিড় করার দরকার নেই, আরও ক্যাম্প বাড়াব, দরকার হলে সময়সীমাও বাড়াব। যাঁরা যোগ্য তাঁরা অবশ্যই প্রকল্পে সুবিধা পাবেন। 


রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, মালদহে ৯ জন মহিলা সহ ৩ জন শিশু আহত হলেন। এত মানুষ যদি সরকারি অর্থনৈতিক সাহায্য নিতে চাইছেন, তারমানে বোঝাই যাচ্ছে এখানে মানুষের অর্থনৈতিক অবস্থার কী অবস্থা! কেন অতিমারির সময় লক্ষ্মীর ভান্ডারে কেন অনলাইন করা হচ্ছে না? ট্রেন চালাতে দিচ্ছেন না, ভ্যাকসিন নিতে গেলে লাঠি পেটা খেতে হচ্ছে... এই সরকার ভিক্ষাপাত্র হাতে নিয়ে সামনে দাঁড়াতে বাধ্য করছে। 


দুই জেলাতেই পরিস্থিতি আয়ত্বে আসার পর বিলি করা হয়  লক্ষ্মীর ভাণ্ডার-এর ফর্ম।