কলকাতা: সকাল থেকে ঘন কুয়াশার (Fog) কারণে সাগরে ভেসেল পরিষেবা ব্যাহত ( Vessel Services Disrupted) হয়। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাকদ্বীপের লট এইট ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল চলাচল বন্ধ ছিল। সুন্দরবনের (Sundarban) অন্যান্য জায়গাতেও ফেরি পরিষেবা চালু করা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতেই ফের স্বাভাবিক হয় জলপথ পরিষেবা।                                                                                 

রাজ্যজুড়ে কুয়াশার দাপট: মঙ্গলবার ভোর রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ আর তার জেরেই সকালে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সাগরে ভেসেল পরিষেবা। অন্যদিকে রাজ্যে আজও উর্ধ্বমুখী পারদ। এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে-তে ফিরতে পারে শীতের আমেজ। এরপর তা ধীরে ধীরে উধাও হবে। এভাবেই কার্যত বিদায় নেবে শীত।                                             

একনজরে আবহাওয়ার আপডেট:

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
07-Feb 17.0 30.0
Fog/mist in the morning and mainly clear sky later
08-Feb 18.0 30.0
Mainly Clear sky
09-Feb 17.0 30.0
Mainly Clear sky
10-Feb 17.0 29.0
Mainly Clear sky
11-Feb 18.0 30.0
Mainly Clear sky
12-Feb 19.0 31.0
Mainly Clear sky
13-Feb 18.0 31.0
Mainly Clear sky

সপ্তাহশেষে শীতের আমেজ
সারা সপ্তাহ উচ্চ তাপমাত্রা ভোগালেও শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। ফলে হালকা শীতের আমেজ অনুভূত হবে আগামী উইকএন্ডে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। অর্থাৎ জাঁকিয়ে শীত ফেরার আর সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পং এর কোথাও কোথাও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।                                

আরও পড়ুন: North 24 Parganas Weather: সকাল থেকে রাজ্যজুড়ে ঘন কুয়াশা, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?