ঝিলম করঞ্জাই, কলকাতা: ডায়মন্ড হারবারে রেল অবরোধের প্রভাব পড়েছে শিয়ালদা স্টেশনে।ট্রেন না পেয়ে সমস্যায় পড়েছিলেনন ডায়মন্ড হারবার রুটের নিত্যযাত্রীরা। শিয়ালদা থেকে বারুইপুর বা হোটর পর্যন্ত ট্রেন যাচ্ছে। সময় মতো পৌঁছতে না পারলে অফিসে লেট মার্ক পড়বে, চিন্তায় অফিসযাত্রীরা। ডায়মন্ড হারবারে রেল অবরোধের প্রভাব পড়েছে শিয়ালদা স্টেশনে।ট্রেন না পেয়ে সমস্যায় পড়েছেন ডায়মন্ড হারবার রুটের নিত্যযাত্রীরা। শিয়ালদা থেকে বারুইপুর বা হোটর পর্যন্ত ট্রেন যাচ্ছে। সময় মতো পৌঁছতে না পারলে অফিসে লেট মার্ক পড়বে, চিন্তায় অফিসযাত্রীরা। শিয়ালদা স্টেশনে একের পর এক ট্রেন বাতিল। সকাল থেকে ডায়মন্ডহারবারমুখী ২টি ট্রেন বাতিল হয়েছে। একটি ট্রেন ছেড়েছে যেটা আগেই যাত্রা শেষ করেছে।


এক যাত্রী বলেন, 'আমি দিদির ছেলের অন্নপ্রাশণের জন্য যাচ্ছিলাম। এখন দেখছি গাড়িতে অবরোধ চলছে। কী ভাবে যাব জানি না। ১০টা ১৭-এর ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। এই ভিড়ে অনেক চাকরিজীবী, কলেজ স্টুডেট রয়েছে।' আরেক যাত্রী বলছেন, 'অফিসে যাব। পরপর ট্রেন বাতিল হচ্ছে। এরপর ট্রেন না পেলে অন্য কিছু দেখতে হবে।' সময়ে ট্রেন চলছে না এমন অভিযোগ শোনা গেল শিয়ালদা স্টেশনেও। রোজ এই সমস্যা হয় বলে জানাচ্ছেন শিয়ালদা স্টেশনে অপেক্ষা করা যাত্রীরাও। তাঁদেরও অভিযোগ, যাওয়া-আসা ২ সময়েই ট্রেনের সমস্যা হয়। ভিড়ে দাঁড়িয়ে বহু অফিসযাত্রী। ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তাঁরা। 


রেল আধিকারিকের বার্তা:
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'রেল কখনও চায় না ট্রেন দেরিতে চলুক। মূল কারণ মানুষকে বুঝতে হবে। রেলগেট ঠিক সময়ে বন্ধ করতে পারি না আমরা। ঢাকুরিয়াতে প্রতিটা ট্রেনকে অন্তত ৫ মিনিট দাঁড়াতে হয় ঠিক সময়ে রেলগেট বন্ধ করা যায় না বলে। ফলে একটা ট্রেনকে যদি সোনারপুরও যেতে হয় অন্তত ৫ মিনিট দেরি হয়ে যায়। এরপর আবার সোনারপুরে গেট , তারপরে বারুইপুরে গেট রয়েছে। প্রতিটা গেটে ৪ মিনিটও যদি দেরি হয়। তাহলে অনেকটাই দেরি হয়ে যায়।' তিনি আরও বলেন, 'আপনাদের জন্য অনেক মানুষ বিপদে পড়ছেন। আপনাদের অনুরোধ ঠিক ফোরামে অভিযোগ করুন।' অবরোধ তোলার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ শোনা হবে।' তাঁর আবেদন, যাত্রীদের এটাও বুঝতে হবে রেলের ট্রাকে কোনওরকম সমস্যা না থাকলে রেল ঠিক সময়েই চলবে। যে কোনও গেটে দেখবেন সাইরেন বাজছে। সিগন্যাল রয়েছে তাও ঢুকে পড়ছে। তিনি বলেন, 'যত তাড়াতাড়ি সম্ভব অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। যাতে গোটা রেল যোগাযোগ প্রক্রিয়া স্বাভাবিক হয়। অবরোধ তোলার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।'


অবশেষে প্রায় ৫ ঘণ্টা পর ডায়মন্ড হারবারে উঠেছে রেল অবরোধ। এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের ট্রেন ছাড়ছে শিয়ালদা থেকে, সেটি যাবে হোটর পর্যন্ত।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আগে বললেও এখনই ওয়েনাড যেতে পারছেন না রাহুল, নিজেই জানালেন কারণ