গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন, এই অভিযোগে ভোর থেকে ডায়মন্ড হারবার স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। ডায়মন্ড হারবার প্রান্তিক স্টেশন হওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে। প্রতিবাদে আজ ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। GRP ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও, যাত্রীরা অনড়।
প্রতিদিন দেরি করে ট্রেন ছাড়ছে। তার ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে কাজের জায়গায়, অভিযোগ এমনটাই। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে সাড়ে পাঁচটার আপ শিয়ালদা লোকাল দেরিতে ছাড়ছে। এর ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। তার ধাক্কা বেতন কাটা যাচ্ছে অনেকের।
অভিযোগ, মাসখানেকের বেশি ধরে চলছে এমন অবস্থা। এক বিক্ষোভকারীর দাবি, 'সাড়ে পাঁচটার গাড়ি কোনওদিন ৬টায় ছাড়ছে, সাড়ে ছটায় ছাড়ছে। কাজের জায়গায় বলছে কেন আমাদের লেট হচ্ছে। মায়না কেটে নিচ্ছে।' রোগীকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে বিপদে পড়েছেন এক ব্যক্তি। তিনি জানালেন, তিন সপ্তাহ ধরে মেডিক্যাল কলেজে যাচ্ছেন তিনি। ভোর সাড়ে পাঁচটার ট্রেন ধরেন। প্রতিদিন দেরি হচ্ছে ট্রেনে। অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে। কোনও ঠিক নেই কখন ট্রেন ছাড়বে। এক একদিন এক একরকম সময়ে ট্রেনটি ছাড়ে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টারকে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত এদিন ভোর থেকে রেল লাইনে বসে পড়ে অবরোধ শুরু করা হয়। প্রান্তিক স্টেশন হওয়ায়, ওই লাইনে রেল চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। প্রভাব পড়েছে গোটা শিয়ালদা দক্ষিণ শাখায়। ইতিমধ্যেই দক্ষিণ শাখার একাধিক স্টেশনে দেরিতে ট্রেন চলার কারণে অবরোধ শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর ফলে বুধবার-কাজের দিনে ভোর থেকেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। তার ধাক্কায় নাজেহাল যাত্রীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আগে বললেও এখনই ওয়েনাড যেতে পারছেন না রাহুল, নিজেই জানালেন কারণ