সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আবহাওয়া খামখেয়ালিপনায় হয়রান গ্রামবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই শুরু হয় শিলা বৃষ্টি (Hailstorm)। ফলে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিছু গ্রামকে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎ করে ব্যাপক পরিমাণে শিলা বৃষ্টি হতে শুরু করে জঙ্গলমহল অঞ্চলে। আচমকা বৃষ্টিতে চাষের জমির সমস্ত ফসল যেমন আলু, পেয়াজ, রসুন, সরষে, ধান এরকম বিভিন্ন সবজি একেবারে নষ্ট হয়ে গিয়েছে।
এছাড়াও জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে বেশিরভাগ সব টিনের চালার বাড়ি। ঝড়বৃষ্টিতে সেই বাড়িগুলিও একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে। কৃষিপ্রধান এলাকায় ফসলের ক্ষতি হওয়াতে চাষিদের মাথায় চিন্তার ভাঁজ। তাঁদের মুখে এখন প্রশ্ন, কীভাবে লোন শোধ করা হবে আর কীভাবে সংসার চালানো হবে।
সেই সঙ্গে রয়েছে বাসস্থানের সমস্যাও। এলাকার মানুষের চিন্তা বেড়েছে কারণ ঝড়ে ক্ষতিগ্রস্ত থাকার জায়গা। সমস্ত বাড়িগুলি একেবারে থাকার অযোগ্য হয়ে গিয়েছে। চাষিরা চাইছে এখন সরকার যাতে তাদের থাকার ব্যবস্থা করেন এবং ক্ষতিপূরণ দেন। অঞ্চল প্রধান টিয়া কুণ্ডু সরেজমিনে আসেন এলাকা পরিদর্শন করতে। তিনি জানান যে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যাতে চাষীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। আপাতত কিছু ত্রিপল দিয়ে মোটামুটি ভাবে থাকার ব্যবস্থা করে দেয়া হয় যাতে সেই ব্যবস্থাও তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: Kharagpur: ''খড়গপুরের পুলিশ অফিসাররা তৃণমূল নেতাদের সেলাম করে চলে'', ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
অন্যদিকে ফাল্গুনে আবহাওয়ার পরিবর্তন। আজ সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি (Rain Forecast) কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) সূত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। গতকাল রাতে দমকা হাওয়া বয়ে গেছে কলকাতার (Kolkata) উপর দিয়ে। শীতের (Winter) চলে যাওয়া ও গ্রীস্মের (Summer) আগমনের মুখে আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।