লখনউ: ফর্মে ছিলেন বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডার মতো তরুণরা। কিন্তু তার পরেও চোট সারিয়ে দলে ফেরা রবীন্দ্র জাদেজাকে ব্য়াটিং অর্ডারে ওপরের দিকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জাদেজাকে ওপরের দিকে নামনোর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক ম্যাচের পরে সেই কারণও ব্যাখা করলেন। 


রোহিত বলেন, ''জাদেজা জাতীয় দলে আবার ফিরে এসেছে। আমি ভীষণ খুশি। আমরা চাই জাদেজা আরও বেশি সময় ক্রিজে সময় কাটাক। তার জন্য়ই আমি ওঁকে ওপরের দিকে নামাতে চেয়েছিলাম। আগামী ম্যাচগুলোতেও ওঁকে ওপরের দিকে বেশি করে দেখতে পাবেন আপনারা।" এরপরই রোহিত আরও বলেন, ''সাদা বলের ক্রিকেটে জাদেজার অবদান আমরা জানি। আর ওঁ দুর্দান্ত ব্যাটার। যত ওপরের দিকে নামানো যাবে, তত বেশি সময় ক্রিজে কাটাতে পারবে ওঁ।''


এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ক্রমাগত ব্যর্থ বাঁহাতি তরুণের এই ইনিংসই জয়ের ভিত গড়ে দিয়েছিল ভারতের। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে নিজের ব্য়াটিংয়ের জন্য রোহিত শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন রাঁচির তরুণ। ঈশান বলেন, "সবসময় জুনিয়রদের পাশে দাঁড়ানোটাই সিনিয়ররা করে এসেছে। রাহুল দ্রাবিড় , রোহিত শর্মা, বিরাট কোহলি প্রত্যেকেই নিজেরা এই সময়টা পার করে এসেছে, ওঁরা জানে কীভাবে জুনিয়রদের পাশে দাঁড়াতে হয়। সেটাই করেছে সবাই।''


এরপরই রাঁচির এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটার আরও বলেন, ''যখন আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রান পাচ্ছিলাম না, তখনই রোহিত ভাইয়ের সঙ্গে বসেছিলাম, আলোচনা করেছিলাম। উনি সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। একসঙ্গে আমরা আইপিএলে খেলি। রোহিত ভাই আমাকে খুব ভাল করেই জানে। আমার শক্তি, দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। প্রত্যেকে আমাকে বলেছে যে নিজের প্রতিভার প্রতি বিশ্বাস রাখতে।''