সুনীত হালদার, হাওড়া: পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।


আজ দক্ষিণ-পূর্ব রেলের ৯৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। খেমাশুলি ও কুস্তাউর স্টেশনে অবরোধের জেরে হাওড়া থেকে আপ ও ডাউন দুই লাইনেই মহারাষ্ট্র, গুজরাত ও ঝাড়খণ্ডগামী বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে,



  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

  • হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস

  • হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 

  • হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস

  • হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস

  • হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস

  • হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস

  • হাওড়া-হাতিয়া এক্সপ্রেস

  • হাওড়া-মুম্বই মেল

  • পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস

  • হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস 

  • হাওড়া-রাঁচি এক্সপ্রেস

  • আসানসোল-টাটানগর এক্সপ্রেস

  • খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস


কুড়মি আন্দোলনের জেরে পাঁচদিনে সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব রেলের ৪৯৬টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। 


রাজ্যে পাঁচদিন ধরে চলছে কুড়মি আন্দোলন। গতকাল প্রশাসন ও পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও জট না কাটায়, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের এখনও চলছে রেল ও রাস্তা অবরোধ। কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন। পাঁচদিন ধরে অবরোধের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ।

আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের জেরে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে ১২৩ ঘণ্টা ধরে অবরুদ্ধ ৬ নম্বর জাতীয় সড়ক। খেমাশুলি স্টেশনে রেল অবরোধ চলছে ৯৯ ঘণ্টা ধরে। এভাবে রেল-সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। আজ সকালে তির-ধনুক নিয়ে মিছিল করেন কুড়মিরা। দাবি পূরণ না হলে আজ থেকেই বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে তাঁরা জানিয়েছেন। আজ সকাল পর্যন্ত প্রশাসনের সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের দফায় দফায় বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশন ও পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে চলছে অবরোধ। রেল ও রাস্তা অবরোধ ১২৪ ঘণ্টা ধরে চলছে। আদ্রা ডিভিশন সূত্রে খবর, এই রুটে এখনও পর্যন্ত ১৮০টি ট্রেন বাতিল, ৪টি ট্রেনের রুট বদল এবং ৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। লাগাতার অবরোধের জেরে চূড়ান্ত নাকাল হচ্ছেন যাত্রীরা। দাবি পূরণ না হলে আজ থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়। ফলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: Weather Update: বঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা, কাল থেকেই রাজ্যে বাড়বে গরম