বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়, নন্দীগ্রাম : নন্দীগ্রামের ৪টি অঞ্চলকে নিয়ে ২টি মণ্ডল করা হয়েছে। এই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে পদত্যাগ করলেন বিজেপির নন্দীগ্রাম ৪ নম্বর মণ্ডলের সভাপতি। কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপির জেলা সভাপতি। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)।


"এবারে নমিনেশন হবে। আমাদের বিধায়করা সামনে থাকবে, সঙ্গে সব সেন্ট্রাল ফোর্স থাকবে। দুটোর দায়িত্ব নিচ্ছি... নমিনেশন ফাইল করাব, আর কাউন্টিং করিয়ে দেব। দাঁড়িয়ে থেকে করিয়ে দেব, তৃণমূলকে চুরি করতে দেব না।" পূর্ব মেদিনীপুরে ময়নার সভা (Purba Medinipur Mayna Rally) থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যেদিন পঞ্চায়েত নিয়ে এই বার্তা দিলেন, সেদিনই তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ধাক্কা খেল বিজেপি (BJP)। পদত্যাগ করলেন নন্দীগ্রাম (Nandigram) ৪ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল-সহ কয়েকজন।


সম্প্রতি, নন্দীগ্রামের ৪টি অঞ্চলকে জুড়ে ২টি মণ্ডল করা হয়েছে। এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে, পদত্যাগ করলেন, বিজেপির নন্দীগ্রাম ৪ নম্বর মণ্ডলের সভাপতি। নন্দীগ্রাম ৪ নম্বর মণ্ডলের বিজেপির পদত্যাগী সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল বলেন, "জন্মগতই আমরা বিজেপি পরিবারের ছেলে। বিজেপির জন্ম থেকেই আমার বাবা বিজেপি পার্টিটা করতো। কিন্তু, আজ আমি একজন মণ্ডল সভাপতি। কিন্তু, আমার সঙ্গে আলোচনা না করেই বিজেপির নিজস্ব সংবিধান না মেনে মণ্ডল যে বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে সেটা কার স্বার্থে ? কীসের ভিত্তিতে ভাগ করা হল ?"


যদিও বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "পার্টির সংবিধান মেনে, নিয়ম মেনে, শৃঙ্খলা মেনে কাজ করা হয়েছে। পদত্যাগপত্র গৃহীত হয়নি,। ওঁর সঙ্গে আলোচনা হয়েছে। বোঝানো হয়েছে।"

পঞ্চায়েত ভোটর দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই, সম্প্রতি, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ জন
এবং পঞ্চায়েত সমিতির ৩ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। কিন্তু, তার কয়েকদিনের মধ্য়েই নন্দীগ্রামে পদত্য়াগ করলেন বিজেপির মণ্ডল সভাপতি! যা নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দেখতে থাকুন, এটা তো শুধু একটা ট্রেলর।"

শনিবার ময়নায় শুভেন্দু অধিকারীর সভাতেও, বিজেপি ছেড়ে তৃণমূল যাওয়া এক নেতা, আবার বিজেপিতে যোগ দেন।


আরও পড়ুন ; হনুমান জয়ন্তীতে নন্দীগ্রামে শুভেন্দু, দলীয় পতাকা উত্তোলন বিরোধী দলনেতার