কলকাতা: তীব্র দহনে পুড়ছে রাজ্য, ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা (Kolkata Weather)। পড়ুয়াদের সুবিদার্থে ইতিমধ্যেই ‘দুপুরের স্কুল সকাল’-এ চালুর নির্দেশিকা পৌঁছেছে স্কুলগুলোতে। জানানো হয়েছে নির্দেশের পর গরমের ছুটি এগোনো নিয়েও আলোচনা হবে। পরিস্থিতি বুঝে এগিয়ে আনা হবে গরমের ছুটি। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) জানিয়েছেন, প্রয়োজনে এগোবে গরমের ছুটি। সোম-মঙ্গলবারের আবহ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানান ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) । 


উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল পঠন-পাঠন। মহামারি শেষে ফের ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। স্কুলে ফিরেছে পড়ুয়ারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দীর্ঘদিন পর ফের পঠন-পাঠন শুরুহয়েছে স্কুলগুলোতে। ছন্দে ফিরছে স্কুলগুলি, কাজেই এই দিকটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।


সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ সরকার: গতকালই জেলা শাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দফতর (School Education Department)। চিঠিতে বেলার বদলে সকালে প্রাথমিক স্কুল (Primary School) খোলার পরামর্শ সরকারের। পরিস্থিতি বিচার করে সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সমস্ত প্রাথমিক স্কুল সকালে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাজ্য সরকারের পরামর্শ: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। যার জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে শহরে।  উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, অসহনীয় এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। ফুটিফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এ দিনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সমস্ত প্রাথমিক স্কুল সকালে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার সাড়ে ৩ হাজার স্কুল বুধবার থেকে সকাল সাড়ে ৬টায় শুরু হবে। বিজ্ঞপ্তি জারি করে জানায় জেলা বিদ্যালয় শিক্ষা সংসদ। আর এবার পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সব প্রাথমিক স্কুলই সকালে শুরু করার পরামর্শ দিল রাজ্য সরকার। 


আরও পড়ুন: West Burdwan News: রেল পরিচালিত ৩টি স্কুল বন্ধের সিদ্ধান্ত, প্রতিবাদ অভিভাবকদের


তীব্র দাবহাহ রাজ্যজুড়ে:  গরমে পুড়ছে কলকাতা-সহ (Kolkata) গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। এপ্রিল (April) মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ মাস কলকাতায় বৃষ্টি নেই। গরমে নাজেহাল শহরবাসী। আজও গোটা দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।


কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। ৩৯ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে। পশ্চিম ঘেঁষা বিপরীত ঘূর্ণাবর্তই কাল। মূল ভূখণ্ড দিয়ে যাওয়ার কারণে শুকোচ্ছে জলীয় বাষ্প। তাই বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। জানাল আবহাওয়া দফতর। জেলায় জেলায় গরমে নাজেহাল বাসিন্দারা। রাস্তাঘাটে পথচারীও কম। এই পরিস্থিতিতে কোথাও পুরসভার তরফে ট্যাঙ্কারে পাঠানো হচ্ছে জল। কোথাও পশুপ্রাণিদের দেওয়া হচ্ছে ORS।