কৌশিক গাঁতাইত, আসানসোল: রেল (Indian Railway) পরিচালিত ৩টি স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ আসানসোলে (Asansol)। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (Divisional Railway Manager) অফিসের গেটে মুহূর্মুহু ধাক্কা অভিভাবকদের। শেষমেষ নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে ডিআরএমের (DRM) অফিসে ঢুকে পড়েন অভিভাবকরা। মাটিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।


স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ: তৃণমূলের (TMC) নেতৃত্বে অভিভাবকদের বিক্ষোভে তুলকালামকাণ্ড বাঁধল পশ্চিম বর্ধমানের (West Burdwan) আসানসোলে। সম্প্রতি, আসানসোল ডিভিশনে (Asansol Division) ৩টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। তারই প্রতিবাদে বেশকিছু দিন ধরেই স্কুলগুলির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা। এবার তৃণমূলের নেতৃত্বে সেই বিক্ষোভ আছড়ে পড়ল DRM অফিসের সামনে।


এক আন্দোলনকারী অভিভাবক বলেন, “আমার মেয়ে ৩ বছর ধরে পড়ছে। হঠাৎ করে বন্ধ করে দেবে বলছে। এবার আমরা কোথায় যাব? এটা তো মেনে নেওয়া যায় না।‘’ বিক্ষোভের পর আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন DRM। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন,  আসানসোলের তিনটে স্কুলে অনেক পড়ুয়া, সেগুলো বন্ধ করে দিতে চাইছে রেল। তুঘলকি সিদ্ধান্ত। সামাজিক প্রকল্প। এই প্রকল্প বন্ধ করতে পারে না, আমরা তীব্র প্রতিবাদ করছি।’’


৩টে স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ২৬০০। আচমকা স্কুল বন্ধের সিদ্ধান্তে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আতান্তরে পড়েছেন অভিভাবকরা। স্কুল বন্ধের বিষয়ে আসানসোল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা বলেন, “রেল মূলত যাত্রী ও পণ্য পরিবহণে কাজ করে। শিক্ষার মতো মূল্যবান প্রকল্প চালানোর মতো দক্ষতা নেই। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি স্কুল বন্ধ করার। আমরা আসানসোলের সব স্কুলে আপিল করেছি, যাতে এই পড়ুয়াদের পড়ার সুযোগ দেওয়া হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিভাবকরাই।’’


আরও পড়ুন: South 24 Paraganas: ২ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, কাঠগড়ায় বিডিও-আইসি