কলকাতা : চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবার। কলকাতার ইতিহাসে এই পরিবারের নাম জ্বলজ্বল করছে। এই পরিবার এক সময় ছিল শিক্ষা-সংষ্কৃতি-সঙ্গীতচর্চার পীঠস্থান। আজও সেই ট্র্যাডিশন চলছে। একই নিয়ম মেনে স্বাধীনতা পূর্বকাল থেকে আজও এই দালানে চলছে দশপ্রহরণধারিনীর পুজো। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির কাছে রামচন্দ্র চট্টোপাধ্যায় পরিবারের সুবিশাল বাড়ি। কথিত আছে, রামচন্দ্র স্ত্রী দুর্গাদাসীর পরামর্শে বাড়ির ঠাকুরদালানে ১৮৬০ সালে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেন। পরিবার সূত্রে জানা যায়, অসুরের কোমরবন্ধে এই সালেরই উল্লেখ আছে। ইংরেজ আমলে ব্যবসা করে বিশাল আয় ও প্রভাব তৈরি করেছিলেন তিনি। এরপর চোরবাগান অঞ্চলে এই বাড়ি তৈরি করেন তিনি। সেই অনুসারে ১৬০ বছর পেরিয়ে গিয়েছে এই পরিবারের পুজোর। পরিবারের অন্যতম প্রবীণ সদস্য অর্ধেন্দু চট্টোপাধ্যায় জানালেন,এই বাড়িতে কাঠামোপুজো অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী তিথিতে। একটি গরান গাছের ডাল দিয়ে পুজো করা হয় কাঠামো। সেই ডাল প্রতিমার সঙ্গেই নিরঞ্জন হয়। বাড়ির দালানে প্রতিমা তৈরি হয় না। কাঠামো পুজোর পর সেই ডাল যায় কুমোরটুলিতে। সেখানেই প্রতিমাশিল্পী নিমাই পাল তৈরি করেন মা দুর্গার মূর্তি। মায়ের পরনে থাকে বেনারসী শাড়ি। গা-ভরা সোনার সাজ।
Durga Puja 2021 Exclusive: দশমীতে 'বাড়ির মেয়ে'কে নবমীর রাঁধা ভোগ অর্পণ, গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানায় চট্টোপাধ্যায় পরিবার
নিবেদিতা বন্দ্যোপাধ্যায় | Nibedita Bhattacharya | 28 Sep 2021 06:33 PM (IST)
দশমীর দিন দেবীর দুর্গাকে পান্তা ভোগ দেওয়া। বলা যেতে পারে দেবীর অরন্ধন।
Durga Puja 2021 Exclusive: দশমীতে 'বাড়ির মেয়ে'কে নবমীর রাঁধা ভোগ অর্পণ, গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানায় চট্টোপাধ্যায় পরিবার
Published at: 21 Sep 2021 03:21 PM (IST)