দুবাই: আইপিএলে আজ সম্মুখ সমরে কে এল রাহুলের পঞ্জাব কিংস ও সঞ্জু স্যমসনের রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচে তিনটে জয় পেয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। অন্যদিকে ৭ ম্য়াচে তিনটে জয় পেয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। 


টুর্নামেন্টের প্রথম পর্বে ২ দলের কারোরই পারফরম্যান্স ভাল হয়নি। পয়েন্ট টেবিলে তাই তলানিতে রয়েছে ২ টো দলই। কিন্তু বাকি ম্যাচগুলোয় ভাল পারফরম্য়ান্স করে পয়েন্ট টেবিলে ওপরে উঠতে মরিয়া থাকবে ২ দলই। 


আইপিএলের আগেই চাপ বেড়েছিল পঞ্জাব কিংস শিবিরে। আমিরশাহিতে যাননি দলের অন্যতম তারকা পেসার জাই রিচার্ডসন। অজি এই পেসার ছাড়াও আমিরশাহিতে যাননি আরও এক পেসার রিলি মেরিডিথ। তবে শেষ মুহূর্তে বিকল্প হিসেবে নবাগত তরুণ পেসার নাথান এলিসকে দলে নিয়েছে কিংসরা। এছাড়া রাহুল, গেইল, ময়ঙ্করা তো রয়েইছেন তারকা প্লেয়ারদের মধ্যে।


অন্যদিকে রাজস্থান শিবিরে সঞ্জু স্যামসনের ওপরই নির্ভর করবে ব্যাটিং বিভাগ। বোলিং বিভাগে রয়েছেন উনাদকাট, মুস্তাফিজুর। বাটলারের বদলি হিসেবে গ্লেন ফিলিপসকে নিয়েছে রাজস্থান শিবির। চোদ্দোতম আইপিএল শুরু থেকে চোট আঘাতে সবচেয়ে বেশি জর্জরিত ছিল রাজস্থান রয়্যালস। যে সমস্ত ক্রিকেটারকে ধরে ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিল, তাঁরা প্রায় কেউই খেলতে পারেননি। বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার, নেই-এর তালিকায় একের পর এক বড় নাম। অর্ধসমাপ্ত আইপিএলের বাকি অংশের আগে অবশ্য ঘর গুছিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার ওশেন থমাসকে দলে নিয়েছে রাজস্থান। আর জস বাটলারের পরিবর্তে ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইসকে নিয়েছে তারা। 


কখন, কোথায় দেখবেন ম্যাচ: আইপিএলে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখুন স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস এইচডি ওয়ান, স্টার স্পোর্টস থ্রি ও স্টার স্পোর্টস থ্রি এইচডি চ্যানেলে, সন্ধ্যা ৭.৩০ থেকে।