সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রবাদপ্রতীম শিল্পী ভিনসেন্ট ভ্যান গর্গের (Vincent Van Gogh) তুলির আঁচড় যেন ক্যানভাস থেকে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ছে মণ্ডপ জুড়ে। শিল্পী সনাতন দিন্দার (Sanatan Dinda) ছকভাঙা ভাবনায় দর্শকমনে তাক লাগিয়ে দিতে সেজে উঠছে বকুলবাগান (Bakulbagan)।


শেষ মুহূর্তের প্রস্তুতি: আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর সেই গন্ধ ছড়িয়ে পড়ছে এই বাংলার বিভিন্ন প্রান্তে। আকাশে রোদ-বৃষ্টির ফাঁকে পেঁজা তুলোর মেঘ জানিয়ে দিচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। পুজোর আয়োজনে ব্যস্ত শহরের উদ্যোক্তারাও। সেজে উঠছে পুজো মণ্ডপ। চলছে শেষ মুহূর্তে মাকে বরণ করে নেওয়ার কাজ। দুবছর করোনা শঙ্কা কাটিয়ে এবারের উৎসব একটু বেশি আবেগের এবং উন্মাদনার। নানা বিধি পেরিয়ে এবার উৎসবে অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। এই মুহূর্তে তাই চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বাড়ির পুজো থেকে বারোয়ারি- সেজে উঠছে অভিনব সব সাজে। বারোয়ারি পুজোগুলোতে এবছরও থিমের রমরমা। অন্যান্য সমাজের নানা দিক থেকে নানা বার্তা তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলে, প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলছেন সংশ্লিষ্ট বিষয়। সেই তালিকায় রয়েছে বকুলবাগানও। শিল্পী সনাতন দিন্দার ভাবনায় দর্শকমনে তাক লাগাতে তৈরি উদ্যোক্তারা।


শিল্পী সনাতন দিন্দার ছকভাঙা ভাবনা: 'আকশভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ'- এই নামেই এবার বকুলবাগানের থিম। নিজস্ব ভঙ্গিতেই তা সাজিয়ে তুলছেন শিল্পী সনাতন দিন্দা। ছকভাঙা ভঙ্গিতে প্রবাদপ্রতীম শিল্পী ভিনসেন্ট ভ্যান গর্গের মণ্ডপ সাজিয়ে তুলছেন তিনি। শিল্পীর কথায়, “এই দুর্গাপুজোয় এমন একজনকে মানুষকে হাজির করব, যাঁকে সারা বিশ্ব চেনে। তাঁর নাম ভিনসেন্ট ভ্যান গর্গ। ভিনসেন্টের থেকে যা শিখেছি, প্রত্যেকটা তুলির টান থেকে দর্শন, সবটা এখানে নিঙরে আমি দিচ্ছি। এই মণ্ডপ, পাড়া সব মিশিয় থ্রি ডাইমেনশন দিয়ে সব কিছু তৈরি করছি। যাঁকে নিয়ে উৎসব তিনি যাবেন কোথায়? দুর্গার শাকম্ভরি রূপকে ফুটিয়ে তুলেছি। দেবী যখন মর্ত্যে এসে দেখলেন, মর্ত্যে খরা, কোনও জল নেই, তখন তাঁর চোখ থেকে জল বেরোল, যে বিশালাক্ষ্মীর জন্ম হয়েছিল সেই রূপকে প্রতিষ্ঠা করলাম।’’ অর্থাৎ, প্রবাদপ্রতীম শিল্পী ভিনসেন্ট ভ্যান গর্গের তুলির আঁচড় শুধু ক্যানভাসে বেঁধে রাখেননি সনাতন দিন্দা। শিল্পী হাত ধরে ছড়িয়ে পড়েছে পাড়াতেও।


আরও পড়ুন: Durga Puja 2022: একটা জামাতেই ছিল আনন্দ, গ্রামের পুজো চোখের সামনে ভাসে, স্মৃতিচারণায় শিক্ষাবিদ পবিত্র সরকার