অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আমিত্বের বড়াইকে দূরে সরিয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয় মায়ের কাছে। এই ভাবনাকে মাথায় রেখেই এবছর দুর্গাপুজোয় (Durga Puja 2022) দমদম পার্ক ভারত চক্রের (Dum Dum Park Bharat Chakra) এবারের থিম ‘অন্তর্লিন’। পরিবেশ বান্ধব বিভিন্ন জিনিসের ব্যবহারে সেজে উঠছে মণ্ডপ।
আমার ভেতর আমি কে তার খবর রাখি না। প্রকৃতির নিয়মে জন্ম আবার প্রকৃতির নিয়মেই মিশে যাওয়া। আর মাঝের এই সময়টা আমিত্বের বড়াই। আর সেই ধারণার বিপরীত পথে হেঁটে এবার দমদম পার্ক ভারত চক্রের পুজো। মায়ের কাছে খোলস ছেড়ে বেরিয়ে আসার ধাপ বর্ণনা করা হয়েছে মণ্ডপে। পরিবেশ বান্ধব সব জিনিসেই সেজে উঠছে মণ্ডপ।
আমিত্বের বড়াইকে দূরে সরিয়ে রাখার বার্তা: শিল্পী অনির্বাণ দাস বলেন, "দমদম পার্ক ভারত চক্রে এবছর থিম অন্তর্লিন। পুজোর থিম সং গেয়েছেন শিল্পী পার্বতী দাস বাউল। আমরা আমি আমি করে বেড়াই। কিন্তু আমার ভেতরে যে আমি আছে, তার খবর রাখি না। প্রকৃতিই আমাদের সৃষ্টি করেছে। আর এই প্রকৃতির নিয়ম মেনেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পড়ে থাকবে, ধুলোয় গড়াগড়ি খাবে, আমাদের আমিত্বের স্তূপ। আমি জমিয়ে রাখি যা, আঁকড়ে থাকি যে সব জিনিস, তা পড়ে থাকবে। এই ভাবনাকে মাথায় নিয়েই এবছরের থিম করছি। এখআনে সহজ সরল কাঠামো তৈরি করেছে। পরিবেশ বান্ধব জিনিস যেমন, মাটি, খড়, বাঁশ, কাঠ, কাপড় তৈরি হয়েছে মণ্ডপ। রয়েছে অনেক অস্থি কলস। মায়ের সামনে যত এগোব, তত দেখা যাবে খোলস ছেড়ে বেরিয়ে আসছি। শেষমেশ আগুনেই বিলীন হয়ে যাচ্ছে সব কিছু।''
পুরনো ছন্দে ফিরছে বঙ্গবাসী: করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দিনযাপন। গত দু বছর নানা বিধি পেরিয়ে এবার উৎসবে অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। আকাশে মেঘ-রোদ্দুরের ফাঁকে পেঁজা তুলোর মেঘ জানিয়ে দিচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে তাই চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বাড়ির পুজো থেকে বারোয়ারি- সেজে উঠছে অভিনব সব সাজে। বারোয়ারি পুজোগুলোতে এবছরও থিমের রমরমা। অন্যান্য সমাজের নানা দিক থেকে নানা বার্তা তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলে, প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলছেন সংশ্লিষ্ট বিষয়।
আরও পড়ুন: Durga Puja 2022: সুসময়ে ফেরার বার্তা, পুজোর থিমে করোনাকালের দুঃসময় তুলে ধরছে বাগুইআটির উদয়ন সঙ্ঘ