কলকাতা : কালোই সব আলো - এই ভাবনাই এবার প্রতিফলিত হাজরা রোডের দেওদার রোডের বালক সঙ্ঘের পুজোয়। তাঁদের মণ্ডপ ভাবনা কেন্দ্রে এবার জগন্নাথ দেব। তাঁর কালো অঙ্গই সব রঙের উৎস বলে মনে করেন শিল্পী। 
মণ্ডপসজ্জায় তাই এবার প্রধান রঙ লাল, হলুদ, কালো, সবুজ। হলুদে সব রঙের প্রকাশ। কালোতেই লুকিয়ে সব রঙ। লাল সুভদ্রার বর্ণ। বলভদ্রের প্রকাশ সবুজ রঙে। জগন্নাথের প্রকাশ হলুদ রঙে। তাই এই সব রঙ মিলিয়েই ভাবা হয়েছে মণ্ডপ। 


মণ্ডপ ভাবনার কেন্দ্রে আছেন জগন্নাথ-ভগ্নী সুভদ্রাও। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তান হারিয়ে যখন ভেঙে পড়েন, তখন জগন্নাথ তাঁকে বলেন , ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে অভিমন্যুর অবদান চিরকাল মনে রাখবে মানুষ।আর এই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে জুড়ে থাকবে সুভদ্রার নাম। সুভদ্রাও রয়েছেন হাজরা মোড়ের কাছে দেওদার স্ট্রিটের এই পুজোয়। 


গত ২ বছরে অতিমারী ক্ষতবিক্ষত করেছে মানব সভ্যতাকে। মহামায়ার কাছে এর থেকে মুক্তি চেয়েছে বিশ্ব। এবার যেন মহামায়া এই মুক্তির বার্তাই নিয়ে এসেছেন। সারা বিশ্বে ঘটে চলা অশুভের বিরুদ্ধেই মহিষাসুরমর্দিনীর লড়াই। তাই মণ্ডপসজ্জায় এঁদের বার্তা অশুভ শক্তির বিরুদ্ধে।  দক্ষিণ কলকাতার এই পুজো সকলের নজর কাড়ছে। সাবেকি প্রতিমা আর আধুনিক ভাবনার মিশেলে এক আশ্চর্য যুগলবন্দি। 


কলকাতার পুজোর নির্ঘণ্ট 



  • মহালয়া   ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

  • মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

  • মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার

  • মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার

  • মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার

  • মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

  • মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার

  • কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার

    পুজোর আরও খবর জানতে চোখ রাখুন এবিপি আনন্দে।