কলকাতা: পুজোয় জনজোয়ার (Durga Puja 2022) সামলাতে চতুর্থী থেকেই রাস্তায় নামছে কলকাতা পুলিশ (Kolkata Police)। আজ থেকেই পথে থাকছে কলকাতা পুলিশের গোটা বাহিনী। জনজোয়ার সামলানোর সঙ্গেই ট্রাফিক মোকাবিলায় নজর। পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করেই পদক্ষেপ। জানালেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল (Vineet Goyal)।


ভিড় সামলাতে চতুর্থী থেকেই কলকাতার রাস্তায় পুলিশ


মদর্শনার্থীদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান তিনি। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পুজোর জন্য বাড়তি ট্র্যাফিক। তার জন্য অতিরিক্ত বাহিনী নামানো হচ্ছে। আজ চতুর্থী। আজ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। কোথাও কোনও ফাঁক যাতে না থাকে, আজ থেকেই সম্পূর্ণ বাহিনী নামানো হচ্ছে। ভাসানের জন্যও অতিরিক্ত বাহিনী থাকবে। এর পর কার্নিভ্যাল, লক্ষ্মীপুজো রয়েছে। সেখানেওবাহিনী থাকবে।"


সিপি আরও জানান, "এ সব ক্ষেত্রে আগাগোড়া পরিকল্পনা থাকে আমাদের, যাতে কোনও কারণে ভিড় বেশি হলে পরিস্থিতি সামলানো যায়। কাল কী হবে, তার পরিকল্পনা আগে থেকেই করে রাখা হয়। পুরোপুরি তা হয়ত মেলে না কখনও কখনও। তবে ৯৯ শতাংশ ক্ষেত্রেই আমাদের পরিকল্পনা একেবারে সঠিক হয়।" ভিড় বেশি হলে এবং তা থেকে সমস্যা তৈরি হলে, আরও অতিরিক্ত বাহিনী নামানোর জন্য় কলকাতা পুলিশ তৈরি বলে জানান তিনি।"


আরও পড়ুন: TMC: 'সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি', সুপ্রিম কোর্টে ১৯ তৃণমূল নেতার স্বস্তি


অতিমারির জেরে গত দু'বছর পুজো ঘিরে উন্মাদনায় ছেদ পড়েছিল। এ বছর তা পুষিয়ে নেওয়ার প্রস্তুতি সর্বত্র। মহালয়ার দিন থেকেই বিভিন্ন প্যান্ডলে ভিড় করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। শহরের বড় বড় পুজো কমিটিও দর্শনার্থী টানতে চেষ্টায় কোনও খামতি রাখছে না। কোথাও ভ্যাটিক্যান সিটি-র আদলে তৈরি হয়েছে প্যান্ডেল, কোথাও আবার রাজস্থানের আস্ত শিশমহলই গড়ে তোলা হয়েছে।


দু'বছর পর পুজো ঘিরে আনন্দের জোয়ারে ভাসছে শহর


এ বারের পুজোয় আরও বাড়তি পাওনা হল, বাংলার পুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তি। বাংলার পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তার জন্য বেশ মাস  খানেক আগেই পুজো শুরু বলে ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোয় ভিড় সামলানো নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। রাস্তা আটকে যাতে পুজো না হয়, তার জবন্য সতর্ক করেছেন ফিরহাদ হাকিম, সুজিত বসুদেরও।