অমিত জানা,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়  ব্লকের বেলদা থানার মান্ন্যা ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাতে তালা ভেঙ্গে ল্যাপটপ-সহ সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে পালালো চোর। বেলদা থানার মান্ন্যা ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস আজ সকালে অফিস খোলার আগে কর্মীরা গিয়ে দেখতে পান গ্রিলের তালা ভাঙ্গা রয়েছে। ভেতরে ঢুকে দেখেন একাধিক আলমারি লকার খোলা, এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে অফিসের ফাইলপত্র। আলমারির ভেতরে রাখা তিনটি ল্যাপটপ নেই। একাধিক রুমের তালা ভেঙে একপ্রকার তল্লাশি চালিয়েছে চোরেরা। সিসি ক্যামেরা গ্রাম পঞ্চায়েতের অফিসে লাগানো থাকলেও তার হার্ডডিস্ক ও খুলে নিয়ে পালিয়ে গেছে চোর। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোহন কর সকালে অফিস খোলার আগেই ঝাঁট দিতে এসে একজন দেখেন তালা ভেঙে পড়ে রয়েছে ঘরের সমস্ত আলমারি খোঁলা রয়েছে। তৎক্ষণাৎ তিনি আমাকে এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিকে খবর দেন। আমি প্রশাসনের সমস্ত জায়গায় খবর দিই তারা আসেন এবং দেখা যাচ্ছে তিনটে ল্যাপটপ এবং সিসি ক্যামেরা হার্ডডিস্ক নেই। ফাইল কী কী চুরি হয়েছে ,  সেটা না জেনে আধিকারিকদের কিছু বলতে পারব না। তাকে প্রশ্ন করা হলে যে বিজেপি অভিযোগ করছে, আপনারাই তদন্তের ভয়ে হার্ডডিক্স লোপাট করেছেন। এর উত্তরে তিনি বলেন, আমাদের কাছে পেনড্রাইভের সমস্ত তথ্য রয়েছে। তথ্যের কোনও সমস্যা নেই । বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। আমাদের জিপিতে ওদের কোন অস্তিত্বই নেই। সমস্ত তথ্যই আমাদের কাছে রয়েছে।। এবং এলাকায় সিভিক ভলেন্টিয়ার কী কারণে গ্রাম পঞ্চায়েত অফিসে রাখা হয়নি সেই প্রশ্নও তোলেন।


আরও পড়ুন, 'নিজের ঢাক নিজেই বাজচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?


স্থানীয় বিজেপি নেতা চন্দন বেরা  তিনি বলেন বর্তমানে তৃণমূলের এই দুর্নীতির সরকার চলছে। আমরা এসে শুনলাম তালা ভেঙ্গে কম্পিউটার চুরি গেছে এটা কে বা কারা করছে বর্তমান সরকার থাকাকালীন বিগত দিনে লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছে। ১০০ দিনের কাজের সাধারণ মানুষের টাকা এখনো পায়নি অনেকেই। কুকর্মের ফল রেকর্ড কম্পিউটারে তথ্য ছিল বর্তমানে কেন্দ্র সরকার  অঞ্চলে অডিট টিম পাঠাচ্ছে সে কারণেই অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।। এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত, এই দাবি করেন। তথ্য লোপাঠ করার জন্যই তৃণমূলের নেতারাই এই কাজ করে বেড়াচ্ছে। আগামী দিনে সতর্ক থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত অফিসে এই ধরনের কাজের প্রতিবাদে আগামী দিনে ঘেরাও বিক্ষোভ করবে বিজেপি। এই ঘটনার পর তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েত অফিসটি যে সমস্ত ঘরে আলমারি ভাঙ্গা হয়েছে তার ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে এসে ফিঙ্গারপ্রিন্ট খতিয়ে দেখা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।


বিস্তারিত আসছে...