কলকাতা: ষষ্ঠীর (Maha Sasthi) রাতজাগা ঘুম চোখেই ভিড় গঙ্গাঘাটে৷ নবপত্রিকা (Nabapatrika) স্নানের পর পুজো (Durga Puja 2022) ৷ সপ্তমীর বিকেলে চেনা ছন্দের বাংলা (West Bengal)। পুজোর (Durga Puja 2022) আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। প্যান্ডেলে প্যান্ডেলে দুপুর পেরোতেই ভিড়। সঙ্গে সঙ্গে সকাল থেকেই উমাদর্শনের ভিড় ৷ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। প্রাণের পুজোর সপ্তমীতে (Maha Saptami) মশগুল সবাই।


আজ মহাসপ্তমী: শাস্ত্রমতে সপ্তমীতে (Maha Saptami) পুজো শুরু হলেও, তার আগে থেকেই মণ্ডপে মণ্ডপে জনতার ঢল। মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ায় হাতে ছাতা নিয়ে, উত্সবে সামিল আট থেকে আশি। চোখ ধাঁধানো আলো, নজরকাড়া মণ্ডপ। কাদের ভাবনা সেরা? থিমের অভিনবত্বে কে কাকে টক্কর দিল? তা জানতেই উত্তর থেকে দক্ষিণ, ঘুরে ঘুরে পুজো দেখা। বৃষ্টি উপেক্ষা করেই সপ্তমীতে রাজপথে জনজোয়ার। মণ্ডপে মণ্ডপে উপছে পড়া ভিড়। করোনা-সুরের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। এ বছর সাড়ম্বরে মাতৃ আরাধনা চলছে গোটা শহরজুড়ে। 


মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভিড়: পুজোর আমেজে পুরোদমে ভাসছে বাংলা। তার আনন্দ যেমন আছে, তেমনই আছে থিম-সাবেকিয়ানার চিরাচরিত টক্কর। কোনও পুজো (Durga Puja 2022) বিষয় ভাবনায় রীতিমতো চমকে দেয়। কোথাও সাবেকীয়ানায় সহজিয়া টান। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কলকাতার দুর্গা পুজোর মুকুটে নতুন পালক যোগ করেছে। শহরে পুজোর আয়োজনে তাই মহা ধুমধাম। থিম, মণ্ডপসজ্জা, পুজোর পরিবেশে অভিনবত্বের ছোঁয়া। 


উৎসবের আমেজ বাংলায়: ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। শরতের ঝলমলে আকাশ মাঝেমধ্যেই ঢাকছে মেঘে। বৃষ্টি মাথায় নিয়েই ষষ্ঠী রাত থেকেই হয়েছে ঘুরে ঘুরে ঠাকুর (Durga Puja 2022) দেখা। সপ্তমীর সকালেই রাস্তায় জনজোয়ার। উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। থিমের সঙ্গে সাবেকিয়ানার জোর টক্কর। সপ্তমীর রাতে সেই ভিড় বাড়বে আরও। উৎসবের (Festival) দিনে কড়া নিরাপত্তার (Security) বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে। তবে এরই মাঝে ঘুরে ফিরে আসছে প্রশ্ন, সপ্তমীতেও কি ভাসবে বঙ্গ (Weather Forecast)? আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশ মেঘলা থাকলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain Update) হবে হালকা থেকে মাঝারি। থেমেও যাবে কিছুক্ষণের মধ্যে। 


আরও পড়ুন: Durga Puja 2022: পরিবেশ সচেতনতার বার্তা, নয়ডায় আবাসনের সুইমিং পুলে নবপত্রিকা স্নান