কলকাতা: রাত পোহালেই মা দুর্গার অকালবোধন (Durga Puja 2022)। গত ২ বছর করোনার কারণে মানুষে সেইভাবে পুজোয় মাততে পারেননি। ভাটা পড়েছিল উৎসবের আমেজে। তা এবার সুদে আসলে পুষিয়ে নিচ্ছেন সকলে। দেবী বোধনের আগে পঞ্চমীতেই (Panchami) পুজোর আনন্দে মাতোয়ারা গোটা কলকাতা (Kolkata)। উত্তর থেকে দক্ষিণ, সন্ধে নামতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত। ভিড় দেখে বোঝা দায় পঞ্চমী না অষ্টমী। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে দেবী দুর্গার দর্শনে হাজির শ'য়ে শ'য়ে দর্শনার্থী।


পঞ্চমীর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব


এক কথায় এক টুকরো রোম। ভ্যাটিকান সিটির বিখ্যাত সেন্ট পিটার্স ব্যাসিলিকার অনুকরণে তৈরি হয়েছে এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর মণ্ডপ। তাদের পুজো এবার পঞ্চাশ বছরে পা রাখল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করার পর থেকেই দর্শকের ভিড় দেখতে পাওয়া গিয়েছিল। পঞ্চমীর রাতে সেই ভিড়ের পরিমাণ বেড়েই চলেছে। প্রত্যেক বছরের মতো এবারেও শ্রীভূমির পুজোর টানে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন প্রচুর দর্শনার্থী। পৃথিবীর বিভিন্ন ধরনের শিল্পকলার নমুনা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। প্রত্যেক বছরের মতো এবারেও শ্রীভূমির প্রতিমার আকর্ষণ মায়ের অলঙ্করণ। রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। এককথায় জনসমুদ্র।


পঞ্চমীর সন্তোষ মিত্র স্কোয়ার


প্রত্যেক বছরের মতো এবারও একই ছবি সন্তোষ মিত্র স্কোয়ার। বিশাল জনসমুদ্রে পঞ্চমীর রাত না অষ্টমীর রাত তা বোঝার উপায় বিশেষ নেই। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে যেন ছবিই কথা বলছে। তাদের থিম 'লালকেল্লা'। আলো ও শব্দে সংমিশ্রণে তৈরি হয়েছে এক দেশাত্মবোধক আবহাওয়া। সেই সঙ্গে ঢাকের তাল তো আছেই। এই জোড়া চমক দেখতে বিভিন্ন জেলা থেকে হাজির হয়েছেন অসংখ্য দর্শনার্থী। জনসমুদ্র এতই যে প্রবেশের পথ মাঠে সরিয়ে দেওয়ার কথাও ভাবছেন উদ্যোক্তারা।


পঞ্চমীর সুরুচি সঙ্ঘ


এবার সুরুচি সঙ্ঘের থিম 'পৃথিবী আবার শান্ত হবে'। মণ্ডপজুড়ে অন্য ধরনের আবহ তৈরি করা হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে ভিস্যুয়াল এফেক্ট তৈরি করা হয়েছে। দুই বছর ধরে করোনার কাঁটা পেরিয়ে 'পৃথিবী আবার শান্ত' হওয়ার পথে। বিভিন্ন আলো আঁধারির মাধ্যমে মণ্ডপজুড়ে সেই বার্তাই ফুটে উঠেছে। গোটা কলকাতার বাকি অজস্র বড় পুজোর মতো এখানেও একই দৃশ্য। চারিদিকে শুধু সার সার মাথা। জনজোয়ার।


আরও পড়ুন: Durga Puja 2022: পঞ্চমীতে জনজোয়ার শহরে, এবিপি আনন্দর বিচারে কোন পুজো মিস করা যাবে না?


পুজোর মূল পাঁচ দিন এখনও শুরুই হয়নি। তবে পঞ্চমীর কলকাতা দেখে তা বোঝার উপায় নেই একেবারেই। চারিদিকে উচ্ছ্বসিত দর্শকের ভিড়ে পঞ্চমী একেবারে জমজমাট।