কলকাতা: ফের পর্দায় লাল্টু মিতালি জুটি। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-একবার বলেছিলেন, 'লাল্টু মিতালি জুটির নাকি এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে।' সেই কথা রেখেই পর্দায় ফিরছেন লাল্টু-মিতালি। সৌজন্যে 'হামি ২' (Haami 2)।


সম্প্রতি 'হামি ২' -এর তিন খুদের সঙ্গে আলাপের আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)। বিশ্বকর্মা পুজোর দিন 'হামি'-র ঘুড়ি উড়িয়ে নতুন ছবির সফর শুরু করলেন তাঁরা। আর আজ প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির ঝলক। এবার পেশা বদলেছে লাল্টুর। সে এবার কমোড বিক্রেতা!


আরও পড়ুন: Kathamrito: কৌশিক-অপরাজিতার দাম্পত্যে কথা নেই, আছে সুরে বাঁধা ভালোবাসার গল্প


শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইঙ্গিত করেছিলেন, শুধু ছোটদের গল্প নয়, 'হামি ২' তুলে আনবে সমসাময়িক পরিস্থিতির গল্পও। সংলাপে গার্গীকে বলতে শোনা গেল, 'তোমার থেকে যাদের কম নম্বর তাঁরা স্কুল শিক্ষকের চাকরি পেয়ে গেল আর তুমি পেলে না!' যখন টেট দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য, বারে বারে বেআইনি নিয়োগের অভিযোগ করছে সিবিআই, তখন এই সংলাপ কি ইঙ্গিতপূর্ণ? উত্তর পাওয়া যাবে ডিসেম্বরে, ছবি জুড়ে। 


এই ছবিতেও ফিরছে লালটু-মিতালি জুটি। তবে তাঁদের পেশা আলাদা, গল্পও আলাদা। গার্গী বলছেন, 'সব্বার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে খুদেদের সঙ্গে। এবার বড়পর্দায় ছবিটা দেখার অপেক্ষা। আশা করি মানুষ যেমন ভুটুকে ভালোবেসেছেন, ততটাই ভালোবাসবেন এই খুদেদেরও।' নন্দিতা রায় বলছেন, 'এই দিনটা আমাদের জন্য খুব বিশেষ। ছোটরা খুব ভালো কাজ করেছে। আশা করি দর্শকদের ওদের অভিনয় ভালো লাগবে।'