ঝিলম করঞ্জাই, কলকাতা: মহা অষ্টমীতে সকাল থেকেই জনজোয়ার। সকালে অঞ্জলি আর বিকেল থেকেই মণ্ডপে মণ্ডপে ঘোরার ছবি দেখা গিয়েছে সর্বত্রই। বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেও তা বিশেষ প্রভাব ফেলেনি উৎসবে। দুর্গাপুজোয় থিম বৈচিত্র থেকে অভিনব মণ্ডপ সজ্জা, নজর কাড়ছে যারা, তাদের বিশেষ সম্মান জানিয়েছে এবিপি আনন্দ।


নজরকাড়া কয়েকটি পুজো পেয়েছে এবিপি আনন্দর বিশেষ সম্মান।  


বেহালা আদর্শ পল্লি 
বেহালা আদর্শ পল্লির দুর্গাপুজো ৬৫ বছরে পা দিল। এবার তাঁদের মণ্ডপসজ্জা, সেই সমস্ত মানুষদের প্রতি নিবেদিত, যাঁদের সবাই কারিগর বলে ডাকেন। সমাজের সেই সমস্ত পরিশ্রমী মানুষদের জীবনযুদ্ধই এবার চিত্রায়িত হচ্ছে বেহালার আদর্শ পল্লির পুজোয়।


বেহালা ফ্রেন্ডস
দেখতে দেখতে ৫৭-তে পড়েছে বেহালা ফ্রেন্ডসের দুর্গাপুজো। এবারের থিম - দুর্গাযাপন।  সংসার থেকে কর্মক্ষেত্র, যাঁরা দেবী দুর্গার মতোই সমান দক্ষতায় অনায়াসে সবকিছু সামাল দিচ্ছেন, তাঁদের সম্মান জানাতে অভিনব বিষয় ভাবনা ফুটিয়ে তুলেছে বেহালা ফ্রেন্ডস।  


ডায়মন্ড পার্ক সর্বজনীন, জোকা
৪৪ বছরে পা দিল জোকার ডায়মন্ড পার্ক সর্বজনীনের দুর্গাপুজো। এবারের বিষয় ভাবনা - দেবীর গজে আগমন। সঙ্গে শস্য শ্যামলা ধরিত্রী। ধানের শিষ থেকে সমুদ্র মন্থন, সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে।


অন্তরা আবাসন, জোকা 
দুর্গাপুজো মানেই মিলনোৎসব। জোকার অন্তরা আবাসনের প্রায় ৩০০ পরিবার একযোগে সফল করে তুলেছেন এই উৎসবকে। প্রথম বছরের পুজো। কিন্তু, রীতি-রেওয়াজ খুঁটিনাটি সবকিছু বজায় রেখেছেন উদ্যোক্তারা।


চেতলা সর্বসাধারণের দুর্গোৎসব
আদি গঙ্গার তীরে চেতলা সর্বসাধারণের দুর্গোৎসবের এবার ৯৬ বছর। থিম ভাবনা - মায়ের ঘর। মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে, এক শতাব্দীর মাইলস্টোন ছুঁতে চলা এই পুজোর ইতিহাস। 


হরিপদ দত্ত লেন সর্বজনীন দুর্গোৎসব
৭৫-এ পা দিল হরিপদ দত্ত লেন সর্বজনীনের পুজো। মণ্ডপসজ্জায় নস্টালজিয়ার ছোঁয়া। সেই পুরনো দিনের হাতপাখা, হ্যারিকেন, লম্ফ, কুপি - এই সব কিছু স্থান পেয়েছে হরিপদ দত্ত লেন সর্বজনীনের পুজোয়। 


সহযাত্রী, হাজরা
হাজরার সহযাত্রীর পুজোর এবার ৭৫ বছর। বরাবরের মতোই সহযাত্রীর পুজো উদ্যোক্তারা ধরে রেখেছেন ষোলো আনা সাবেকিয়ানা। যা নজর কাড়বেই।


সাহাপুর সর্বজনীন দুর্গোৎসব, নিউ আলিপুর
৭৫ বছরে সাহাপুর সর্বজনীনের নিবেদন - আঙ্কোরভাটের মন্দির। কম্বোডিয়ার সেই বিখ্যাত স্থাপত্যকেই মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমা এখানে সাবেকি।


আরও পড়ুন: রেড রোড কার্নিভালের জন্য নির্বাচিত সৌরভের পুজো, পরিকল্পনা শুরু উদ্যোক্তাদের