Moto G72: ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৭২ (Moto G72)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক জি৯৯ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম। এছাড়াও মোটো জি৭২ ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। মোটো জি৭২ ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স- এর সাপোর্টের সাহায্যে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট।


ভারতে মোট জি৭২ ফোনের দাম এবং উপলব্ধতা


মোটো জি৭২ ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। মেটিওরাইট গ্রে এবং পোলার ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৭২ ফোন। ১২ অক্টোবর দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। শোনা গিয়েছে, লঞ্চ অফার হিসেবে এই ফোন কেনা যেতে পারে ১৪,৯৯৯ টাকায়। তবে এই অফার থাকছে সীমিত সময়ের জন্য। এই ফোনের দামের ক্ষেত্রে ৩০০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে এক্সচেঞ্জ অফার হিসেবে। নির্দিষ্ট ব্যাঙ্কের মাধ্যমেও মোটো জি৭২ ফোনের দামে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।


মোট জি৭২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে পরিচালিত হবে মোটো জি৭২ ফোন।

  • এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • মোটো জি৭২ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম।

  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের হাইব্রিড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ডেপথ ক্যামেরা। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • মোটো জি৭২ ফোনের ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ একটি হাইব্রিড মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ৪জি ফোনে রয়েছে ওয়াই ফাই, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস/এজিপিএস সাপোর্ট। এই ফোনে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে যার সাহায্যে ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশন করা সম্ভব।


আরও পড়ুন- বিএসএনএল আনছে 5G পরিষেবা, এইদিন থেকে সার্ভিস পাবেন আপনি