কলকাতা: আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান ৷ দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় (Durga Puja 2022) প্রহর গোনা শুরু ৷ মহালয়া (Mahalaya 2022) উপলক্ষ্যে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক।


ঘাটে ঘাটে তর্পণ রাজনৈতিক নেতাদের: আহিরীটোলা ঘাটে তর্পণ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। গোটা দেশের কাছে রাজ্যের মানুষকে যেন আর হেয় না হতে হয়, মহালয়ায় এটাই প্রার্থনা, কটাক্ষ বিজেপি নেতার। মৃত করোনা যোদ্ধা ও ভোট পরবর্তী হিংসায় মৃত দলীয় কর্মীদের উদ্দেশে দুর্গাপুর ব্যারাজে দামোদরে তর্পণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-সহ জেলার নেতারা। তর্পণে অংশ নেন বিজেপি কর্মীরাও।


শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা ৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ ৷ এদিকে মহালয়ার ভোরে কালনার ধাত্রীগ্রামে ভাগীরথী নদীতে কুমির-আতঙ্ক। কুমির তাড়াতে বন দফতরের তরফে জলবোমা ছোড়ার পর তর্পণ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সুন্দরবন থেকে আনা হয় বিশেষ জলবোমা। তার আগে জাল গিয়ে ঘিরে ফেলা হয় ঘাট চত্বর। পাশাপাশি, স্পিডবোটে চড়ে নজরদারি চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। চলছে সতর্কতামূলক প্রচার। মহালয়ার ভোরে হুগলির শেওড়াফুলিতে গঙ্গার ঘাটে তর্পণ করেন সিঙ্গুরের বিধায়ক ও কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী হরিপালের তৃণমূল বিধায়ক করবী মান্না।


জেলায় জেলায় তর্পণ: মহালয়ার পুণ্য তিথিতে জেলায় জেলায় চলছে তর্পণ। মহালয়া উপলক্ষ্যে সকাল থেকে ভিড় উপচে পড়ছে বাবুঘাটে। রয়েছে পুলিশি নজরদারি। স্পিডবোটে চড়ে গঙ্গাবক্ষে টহল দিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহালয়ার দিন উত্তর দিনাজপুরে আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করেই রায়গঞ্জে কুলিক নদীর ঘাটে চলছে তর্পণ। রয়েছে পুলিশি নিরাপত্তা। মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশে তর্পণের জন্য তারাপীঠে দ্বারকা নদীতে ভিড়। নলহাটিতে ব্রহ্মাণী নদীতেও চলছে তর্পণ। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে পুণ্যার্থীদের ঢল। চলছে তর্পণ। হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটেও তর্পণ করছেন বহু মানুষ।রয়েছে পুলিশি নিরাপত্তা।    


আরও পড়ুন: