ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : রেড রোডে শনিবার বহু প্রতীক্ষিত দুর্গাপুজোর কার্নিভাল। বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কার্নিভাল । তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
এর মধ্যে রয়েছে,
- উত্তরমুখী হসপিটাল রোড
- খিদিরপুর রোড, রেড রোড
- ক্যুইন্স ওয়ে
- পশ্চিমমুখী মেয়ো রোড
বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে - জওহরলাল নেহরু রোড
- এসপি মুখার্জি রোড
- আশুতোষ মুখার্জি রোড
- ডি এল খান রোড, সহ বেশ কিছু রাস্তা।
বাংলার দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলির থেকে কিছুটা আলাদা। এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে। কার্নিভাল উপলক্ষ্যে ইতিমধ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় এলইডি স্ক্রিন। আলোর খেলা। যেখানে মুখ্যমন্ত্রী বসবেন, সেই মূল মঞ্চটি একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এলে এই মঞ্চেই বসবেন।
এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই জোরদার করা হয়েছে নিরাপত্তা। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। বিচারপতি থেকে আমলা, বিদেশি অতিথি থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলের জন্যই থাকছে আলাদা আলাদা ব্যবস্থা। শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে রাত ১১টা পর্যন্ত কার্নিভাল চলবে। তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
কার্নিভালে এবার পারফর্ম করবে সৌরভ-পত্নী ডোনার নাচের স্কুলের ছাত্রীরা। সেইমতো এদিন দুপুরে চূড়ান্ত মহড়া দেওয়ার জন্য রেড রোডে পৌঁছে যান, বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ডোনা গঙ্গোপাধ্যায়।
এদিকে, কার্নিভাল ভেনু থেকে থেকে মেরে কেটে দেড় কিলোমিটার দূরে, গান্ধীমূর্তির নিচে রাস্তার ওপর খোলা আকাশের নীচে ৫৭২ দিন ধরে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা। নিরাপত্তার কারণ দেখিয়ে, চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানে না বসার নির্দেশ দিল ময়দান থানা। আন্দোলনকারীদের একাংশ পুলিশের আবেদনে সাড়া দিলেও, ধর্না অবস্থানে অনড় ২০০৯-এর টেট প্রার্থীরা।