কলকাতা: পুজোর (Durga Puja 2023) আয়োজনের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ, যাবতীয় সতর্কতা মেনে চলা। সুরক্ষা, অগ্নিবিধি ও সামাজিক দায়িত্বের মাপকাঠিতে এগিয়ে রয়েছে, এমন পুজোগুলিকে সুরক্ষা পুরস্কার দিয়েছে এবিপি আনন্দ।


পুজোগুলিকে সুরক্ষা পুরস্কার: পুজো মানেই এলাহি মণ্ডপ। নজরকাড়া প্রতিমা। আলো ঝলমলে রাস্তা। হাজার হাজার মানুষের ভিড়। কিন্তু, সেই সঙ্গে মাথায় রাখতে হয় আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল সুরক্ষা। কারণ, পুজোর সুরক্ষার সঙ্গে জড়িয়ে থাকে দর্শনার্থীদের সুরক্ষার বিষয়টা। তাই সব সুরক্ষাবিধি মেনে পুজোর আয়োজন করেছেন যাঁরা, তাঁদের স্বীকৃতি দিল এবিপি আনন্দ।


এবিপি আনন্দ সুরক্ষা পুরস্কার পেল চোরবাগান সর্বজনীন,কাশীবোস লেন,হাতিবাগান নবীন পল্লি,দক্ষিণদাঁড়ি ইয়ুথস,অর্জুনপুর আমরা সবাই ক্লাব,নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব, কাঁকুড়গাছি যুবক বৃন্দ। এবার চোরবাগান সর্বজনীনের থিম 'অনুভূতি'। আলো-আঁধারিতে ফুটে উঠেছে অসাধারণ মণ্ডপসজ্জা। এবার ৮৬ বছরে কাশী বোস লেনের দুর্গাপুজোর থিম 'চাই না হতে উমা'। সুকুমার রায়ের মৃত্যু ও আবোল-তাবোল প্রকাশের এবার ১০০ বছর। সেই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে হাতিবাগান নবীন পল্লির মণ্ডপে। ২৩ বছরের পুজো, দক্ষিণদাঁড়ি ইয়ুথের এবারের থিম 'যাপন'। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। থিম 'গণদেবতা'। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসবে এবার তৈরি করা হয়েছে রাজস্থানের শিশমহল। কাঁকুড়গাছি যুবক বৃন্দের পুজোর এবার ৯৪ বছরে পা। গোয়ালপাড়ার থিমে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।


দক্ষিণের পুজোগুলির মধ্যে এবিপি আনন্দ সুরক্ষা পুরস্কার পেয়েছে চেতলা অগ্রণী, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, বেহালা ১১ পল্লি, বেহালা বড়িশা ক্লাব, খিদিরপুর পল্লি শারদীয়া, বকুলবাগান সর্বজনীন, ৪১ পল্লি, মুদিয়ালি, সমাজসেবী সঙ্ঘ, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, রাজডাঙা নব উদয় সঙ্ঘ, অজেয় সংহতি, সন্তোষপুর লেক পল্লি। চেতলা অগ্রণীর নিবেদন, 'যে যেখানে দাঁড়িয়ে' সাফল্যের শিখরে পৌঁছতে, সৎপথে থেকে পরিশ্রম করে চলেছে যারা, তাদেরই জয়গান গাওয়া হয়েছে চেতলা অগ্রণীর পুজোমণ্ডপে। দরিয়া পাড়কে মূল ভাবনা করেই মাতৃবন্দনার ডালি সাজিয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। বেহালা ১১ পল্লির পুজোয় এবারের বিষয় ভাবনা, 'নেপথ্যে'।৩৫তম বর্ষে বরিষা ক্লাবের পুজোয় বিষয় ভাবনাও তাই 'ভাঙা-গড়া'। চিঠিকে থিম করেই পুজোমণ্ডপ সাজিয়েছে খিদিরপুর পল্লি শারদীয়া। বকুলবাগান সর্বজনীনের পুজোয় এবারের বিষয় ভাবনা হল 'মোক্ষ'। ৮৯তম বর্ষে মুদিয়ালির থিম, 'সমাহারে সমারোহ'। দুর্গাপুজোয় বিষয় ভাবনা রচনা করতে গিয়ে মা দুর্গারই জয়ধ্বনি দিয়েছে সমাজসেবী সঙ্ঘ। বাদামতলা আষাঢ় সঙ্ঘের পুজো এবার ৮৫তম বছরে পড়ল। মাতৃবন্দনায় তাদের বিষয় ভাবনা হল, 'প্রতিরূপ'। থিমের আয়োজনে বরাবরই স্বতন্ত্রতার ছাপ রাখে রাজডাঙা নব উদয় সঙ্ঘ। ৪০ তম বর্ষে তাদের নিবেদন, 'পরম্পরা।'ইচ্ছেডানাতে ভর করেই পুজোর আয়োজন করেছে অজেয় সংহতি। সন্তোষপুর লেক পল্লির পুজোর থিম 'স্বতন্ত্র'।


আরও পড়ুন: North 24 Parganas Weather: ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?