কলকাতা: সল্টলেকের পুজোগুলির মধ্যে অন্যতম 'ক্রাউডপুলার'। এই পুজো (Durga Puja 2023) দেখতে ফি বছর ভিড় জমান বহু উৎসাহী। সল্টলেকের এই পুজো দেখতে পঞ্চমীতেও ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এই বছর ৩৭ বছরে পড়েছে সল্টলেকের এজি ব্লকের পুজো (Saltlake AG Block) 


এবারের থিমের নাম বহমান। সুরের সৃষ্টির উপর নির্ভর করে তৈরি হয়েছে এই থিম। প্রাচীন রাগের সৃষ্টি কীভাবে তাই এবার এই পুজোর থিম। সুরের থিমে পুজো, তার জন্য তৈরি হয়েছে থিম মিউজিকও। কল্যাণ সেন বরাট এই সুরের সঙ্গীত পরিচালক। এবার এই পুজোয় থাকছেন মহিলা পুরোহিত, রয়েছেন মহিলা ঢাকিও। চন্দননগরের আলোকসজ্জায় সেজেছে এই পুজো। ফাইবারের তৈরি বাদ্যযন্ত্রের রূপ। থিমের মাধ্যমেই বার্তা দেওয়া হচ্ছে সুরের শান্তি। সুরের সৃষ্টি কীভাবে হয়েছিল সেটাকেই তুলে ধরতে চাওয়া হয়েছে এই মন্ডপে। দেবীমূর্তির উপর থেকে সুরের ধারা যেন ছড়িয়ে পড়েছে গোটা মন্ডপজুড়ে। প্রতিমা তৈরি করেছেন শিল্পী পরিমল।                                 


সুরুচি সঙ্ঘে নাচ দেব-নুসরতের...
পুজোর আনন্দে শহর। পুজোর আনন্দে তারকারাও। সেই ছবি ধরা পড়ল সুরুচি সংঘে। সেখানে ঢাকের বোল তুললেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। তালে তালে পা মেলালেন আর এক তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত। এদিনই মুক্তি পেয়েছে দেবের ছবি 'বাঘাযতীন'। সব মিলিয়ে হাসির দ্যুতি নায়কের মুখে। এ বছর সুরুচি সংঘে পুজোর থিম 'একই অঙ্গে এত রূপ'। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ল এই মণ্ডপে।                    


কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনে প্রতীকী গঙ্গা আরতি...
৪৭ বছরে পা দিল পিকনিক গার্ডেনের কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনের পুজো। বারাণসীর গঙ্গা আরতির মতো সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তেমনই প্রতীকী গঙ্গা আরতি দিয়ে শুরু হয় পুজোর সূচনা। আমন্ত্রিত ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার বার্তা তুলে ধরা হল এই পুজো মণ্ডপে। 


সল্টলেকের জি ব্লকের পুজো উদ্বোধনে রাজ্যপাল...
বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের আবাসিকদেরও পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল।          


আরও পড়ুন: নৈহাটির পুরোহিত, কুমোরটুলির প্রতিমা! মিউনিখেও পঞ্জিকা মতে দেবী আরাধনা