হাওড়া : বেলুড় মঠে ( Belur Math )  পুজোর ( Durga Puja ) প্রতিটি উপাচারই নিষ্ঠা সহকারে। ঠিক যেমনটি শুরু করে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ ( Swami Vivekananda ) । 

বোধনের পুজো


ষষ্ঠীর ( Sasthi )  সন্ধেয় হয় বোধনের পুজো। যার আক্ষরিক অর্থ 'জাগরণ'। হিন্দু পুরাণ বলে, সমস্ত দেব-দেবী সূর্যের দক্ষিণমুখী যাত্রার সময় ছয় মাসের জন্য ঘুমাতে যান। শরৎকাল যে সময়ে দুর্গাপূজা করা হয়,তা এই সময়ের মাঝামাঝি পড়ে। তাই সবার আগে প্রয়োজন দেবীকে জাগ্রত করা। তাই এই বোধন বা জাগরনের আচার। বোধনের আচার হল একটি জলভর্তি তামার পাত্র বেল গাছের গোড়ায় স্থাপন করা। এখন বেলুড় মঠে বেল গাছের একটি ডাল জলভর্তি তামার পাত্রে রাখা হয়।

সপ্তমীর পুজো 

এরপর সপ্তমীর পুজো। দেবতার অধিবাসের জন্য জীবন্ত মাধ্যম প্রয়োজন। একটি জীবন্ত মাধ্যমেই দেবী প্রকাশিত হন।   ষষ্ঠীতে যেমন বেল গাছের একটি শাখায় দেবত্বের আহ্বান জানানো হয়। সপ্তম দিনে দেবীকে নবপত্রিকা নামে পরিচিত নয়টি উদ্ভিদের মধ্যে আবাহন করা হয়  । নয়টি গাছ, যার মধ্যে বেল গাছের একটি শাখাও রয়েছে, তা একত্রিত করা হয়। তারপর তার আনুষ্ঠানিক স্নান হয়। তারপর তা  একটি গেরুয়া রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং দুর্গার মূর্তির ডানদিকে একটি কাঠের আসনে স্থাপন করা হয়। এর পরে   বিভিন্ন উপকরণ ব্যবহার করে দর্পণে মহাস্নান করানো হয়। এর পরে, মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হয়। এর পরে ষোড়শোপচারে পুজো হয়। 


বেলুড় মঠে সপ্তমী পুজো সরাসরি দেখতে চোখ রাখুন নিচের ইউটিউব স্ট্রিমে। 
https://www.youtube.com/watch?v=dVtrGVSpRR8&list=PLqEnDmU-uEgSD7x1o46RI-4ZWSWYgHDqI&index=3  


 



 নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ন’টি পাতা নয়, ন’টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। কলাবাউকে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়।সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃ বন্দনা।                          


২২ অক্টোবর রবিবার মহা অষ্টমী পুজো। পুজো শুরু হবে ভোর ৫.৪০ টায়। এদিন সারা দিন ব্যাপী নানা উপাচার হবে।২২ অক্টোবরই কুমারী পুজো হবে সকাল ৯টায়। সন্ধ্যা ৭.৩৬ থেকে রাত ৮.২৪ পর্যন্ত সন্ধিপুজো হবে। সোমবার, ২৩ অক্টোবর মহানবমী। পুজো  শুরু হবে ভোর ৫.৪০ মিনিটে। এদিনই হোম হবে বেলা সাড়ে ১২ টায়। মঙ্গলবার, ২৪ অক্টোবর বিজয়া দশমী। এদিন মাকে বিদায় জানানোর পালা। পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। 
( ছবি ও তথ্য : https://media.belurmath.org/ )


আরও পড়ুন :


কেমন ছিল পুজোর প্রথম দিনগুলি? স্মৃতিচারণ করলেন সজল ঘোষ