অতসী মুখোপাধ্যায়, কলকাতা: ক্যালেন্ডারের নির্ঘণ্ট অনুযায়ী দুর্গাপুজোর (Durga Puja) এখনও বেশ কিছুদিন দেরি আছে। কিন্তু খুঁটিপুজোর মধ্যে দিয়ে প্রাণের উৎসবের ওয়ার্মআপ শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব। রবিবারও দেখা গেল সেই ছবি।                                                                                                            


বর্ষার মধ্যেই শারোদোৎসবের প্রস্তুতি। খুঁটিপুজোর হাত ধরে শহরে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে। রবিবার খুঁটিপুজোর মধ্যে দিয়ে মাতৃবন্দনার প্রস্তুতি শুরু হল জগৎ মুখার্জী পার্কে। 


এবার ৮৭ বছরে পা দিল জগৎ মুখার্জী পার্কের পুজো। এবারের থিম, ফুল কুমারী। তাঁর আসল নাম সোমা দাস। আর্ট কলেজের তাবড় শিল্পীরা ছাত্রাবস্থায় এই নারীকে মডেল করে বহু ছবি এঁকেছেন। তাঁকে সম্মান জানিয়েই এবারের থিম। খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।  


এদিনের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ক্যানভাসে লাইভ ছবি আঁকা। খুঁটিপুজো মানেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের ঘণ্টা বেজে যাওয়া।                                                                                                                        


কিন্তু জানেন কি এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট? 


মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 



মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার


মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)


মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।


বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।


(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)


আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !