কলকাতা : ভাদ্রমাসের সংক্রান্তি। বাঙালির উৎসবের মরসুমের সূচনা। বিশ্বকর্মা পুজো। শিল্পদেবতার পুজো। আর এই দিনটিতেই বাংলার আকাশ ঢাকে ঘুড়ি কাটাকাটির খেলায়। বিশ্বকর্মা পুজো মানেই যাঁরা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাঁদের দিন। তাই দক্ষিণ কলকাতার এক স্বনামধন্য পুজো কমিটি এবার বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে নিল এক অভিনব উদ্যোগ। 


 ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। ভাদ্র সংক্রান্তির দিনটি  সাধারণত পড়ে ইংরেজির ১৭ সেপ্টেম্বর তারিখে। কিন্তু এবার ভাদ্র মাসের সংক্রান্তি ১৮ সেপ্টেম্বর। জানা যাচ্ছে এবার জৈষ্ঠ মাসের দিন সংখ্যা ছিল ৩২। আর সেই জন্যই নাকি সংক্রান্তি একদিন পিছিয়ে গিয়েছে। এবার ১৮ সেপ্টেম্বরে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। (Vishwakarma Puja) তার আগেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।   




দক্ষিণ কলকাতার দুর্গা পুজো (Durga Puja 2023) কমিটি সমাজসেবী সংঘ এবার তাদের ব্যানার উদ্বোধন করল সমাজের বিশ্বকর্মাদের হাত দিয়ে। সমাজসেবী সংঘ এবার পুজোতেও সমাজসেবার সংকল্পটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।  বিশ্বকর্মা পুজোর আগের দিন হল পুজোর ব্যানার উদ্বোধন। আর সেদিন পুজো কমিটি কুর্নিশ জানাল পুজোর সঙ্গে যুক্ত হাতেকলমে কাজ করা কর্মীদের। 


পুজো কমিটির কথায়, ব্যানার উন্মোচনের মাধ্যমে সমাজসেবী সংঘ তাদের নামের প্রতি মর্যাদা রাখল। দুর্গাপুজোয় শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন বহু মানুষ। মণ্ডপ সাজানো, প্রতিমা বহন, ফুলের সাজ, সব কাজের সঙ্গেই জুড়ে থাকেন অনেক মানুষ। তাঁদেরকেই কুর্নিশ জানাল পুজো কমিটি। ভোগ রান্নাতে যাঁরা হাত লাগান, তাঁরাও ছিলেন এই অনুষ্ঠানে। এবার এই কর্মীদের মাধ্যমেই ব্যানার উন্মোচিত হল। 


 পুরোহিত সঞ্জয় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিদ্যুৎ কর্মী সন্দীপ পাল, সুজয় রাহা, খাদ্য সরবরাহকারী নোটন তালুকদার , মণ্ডপ সজ্জার শিল্পী কৃষাণু পাল, দীপ কুমার দেব , এমনকী পুজো মণ্ডপের সামনে যাঁরা ভুট্টা, হাওয়াই মিঠাই বিক্রি করেন , সেই তপন দাস ও গদাই সবাইকেই নিমন্ত্রণ করা হয় এদিন। বিশ্বকর্মা ও গণেশ দুই পুজোর কথা মাথায় রেখে দুই প্রতিমা সামনে রেখে হাসিমুখেই ব্যানার উন্মোচন করা হল সমাজসেবী সংঘের উদ্যোগে। 


আগামী মাসেই দুর্গাপুজো। (Durga Puja celebration) তাই এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে আয়োজন। তার আগে এভাবে সম্মানিত করায় কাজে আলাদা উৎসাহ পেয়েছেন তাঁরা।   





একনজরে পুজোর সূচি : 


মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 
মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার 
মহাষ্টমী :  ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো :  সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।  
মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার। 
বিজয়া দশমী:  ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।


(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)