প্রদ্যোৎ সরকার, নদিয়া: কৃষ্ণনগরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে ২ ক্লাবের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা। কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ে দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ বাধে। ব্যাপক মারামারি শুরু হয়, চলে় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কোতোয়ালি থানার পুলিশ। সংঘর্ষে আহত ২, আহতদের ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে।


উমার ছুটি শেষ। তিথিমতে দশমী পুজো ফুরোতেই সপুত্রকন্যা কৈলাসে পাড়ি দিলেন গিরিনন্দিনী। বনেদি বাড়ির পুজোয় অটুট রীতি থেকে তিথি। মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি থেকে টাকির পূবের বাড়ি, দিকে দিকে বাজল বিসর্জনের বোল। আবার প্রতীক্ষা এক বছরের। আবহমানকালের এই নিয়ম মেনে পিতৃগৃহ থেকে এবারও কৈলাসে পাড়ি দিলেন উমা। যেতে পারি, কিন্তু কেন যাব, একথা বলার জো তাঁর নেই।


বাপের বাড়িতে গতে বাঁধা মেয়াদ বলতে সেই তিনদিন । তিথিমতে দশমী পড়তেই তাই বাজল বিদায়ের ঘণ্টা। বাঙালির প্রাণের উৎসব শেষ লগ্নে পৌঁছতেই বদলে গেল ঢাকের বোল ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। নিজস্ব রীতি, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই প্রতিবছর দুর্গাপুজো হয়ে আসছে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে। এবারও নির্ঘণ্ট মেনে হল দেবীর দর্পণে বিসর্জন। ভেসে উঠল উমার জল ছলছল মুখচ্ছবি । রাজবাড়ির কোণায় কোণায় তখন ছড়িয়ে পড়েছে বিষাদের সুর। 


বিসর্জনের বিষাদ উত্তর ২৪ পরগনার টাকির পূবের বাড়িতেও। শাস্ত্রমতে দশমীর উপচার মেনে পূবের বাড়ির প্রতিমা বিসর্জন হল এদিন। কচুর শাক দিয়ে পান্তা নিবেদন করে উমাকে পিতৃগৃহে পাঠালেন জমিদার বাড়ির সদস্যরা। বিদায়বেলায় দেবীবরণের জন্য হাজির হয়েছিলেন অনেকে। ভোর সাড়ে পাঁচটায় মঙ্গল যাত্রার পর ঠাকুরদালান থেকে প্রতিমা বের করা হয়। পারস্পরিক শুভ কামনায় চলে সিঁদুর খেলা। দু'কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাকির ঘোষ বাবুর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। 


আরও পড়ুন, অনশনের ৯ দিন, আজ রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।