ভাস্কর ঘোষ, হাওড়া:  জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই সাঙ্গ হল কাঠামো পুজো বেলুড় মঠে । চিরাচরিত প্রথা মেনে এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো দেওয়া হল।


স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গণে।নিয়ম মত এদিন ভোরে মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির পরে কাঠামো পুজো শুরু হয়। মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ্য দিয়ে অর্পণ করেন। মধ্যচরণ গীতা পাঠ আরতি প্রভৃতি হয়। বলা যেতে পারে চলতি বছরের দেবী দুর্গার আবাহন পর্ব শুরু হল বেলুড় মঠে। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে ফুলমালা দিয়ে  শ্রীকৃষ্ণের পুজো করা হয়। চণ্ডীপাঠ ও পূজার্চনার মাধ্যমে এদিন কাঠামো পুজো করা হয়। 


এবার আর নমো নমো করে নয়, জাঁকজমক করেই দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। যে পূজো ২০২০-তে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, একুশের ভোটের পর সেই উৎসাহে আক্ষরিক অর্থেই ভাটা পড়েছিল।এবার আবার নতুন উদ্য়মে দুর্গাপুজো করতে চলেছে গেরুয়া শিবির।এ ছবি ২০২০-র। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। কিন্তু একুশের ভোটে যাবতীয় প্রত্যাশায় ধাক্কা লাগার পর, পূজো নিয়ে উৎসাহে ভাটা পড়ে যায়।


গত বছর কার্যত নমো নমো করে দুর্গাপুজার আয়োজন করা হয়। ২০২১-এর বিজেপির দুর্গাপুজো এবার তার ব্যতিক্রম হতে চলেছে। বিজেপির সহযোগী সংগঠনের ব্যানারে আবার ধুমধাম করে পূজার আয়োজন হচ্ছে এবছর। তৃণমূল দুর্গাপুজো করে, ক্লাবকে পুজো দিচ্ছে। বিজেপিও ভাবছে ওই পথে হাঁটি, যদি কিছু হয়, ২০১৯ এর লোকসভা ভোটের ফল সামনে আসতেই, এবং একুশের বিধানসভা ভোটের আগে, বাঙালির মন জয় করতে দুর্গাপুজো আবেগকে হাতিয়ার করে বিজেপি। 


আরও পড়ুন, RG কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অগ্নিমিত্রাদের, 'মুখ্যমন্ত্রীকে CBI তদন্তের আওতায় আনা হোক..'


দিল্লিতে বসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের Eastern Zonal Cultural Centre বা EZCC-তে সেই দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। বাংলার সর্বশ্রেষ্ঠ উত্‍সবের সঙ্গে মিশে গিয়ে, ভোটের আগে জনসংযোগে জোর দিতেই, এই পুজোর আয়োজন করেছিল গেরুয়া শিবির। তাগিদ ছিল বাঙালির মনজয়। কিন্তু একুশের বিধানসভা ভোটে বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে।  আর তার পরই পুজো নিয়ে উৎসাহে কার্যত ভাটা পড়ে।  এই অবস্থায় দলেই কথা ওঠে, একবার পুজো করলে, পরপর তিনবার পুজো করতেই হয়। সেই মতো, ২০-র পরের ২ বছর অর্থাৎ, ২০২১ ও ২০২২-এ EZCC তেই পুজোর আয়োজন করা হয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।