কলকাতা: আজ পঞ্চমী, সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ জানান দিচ্ছে পুজো শুরু হয়ে গিয়েছে। ষষ্ঠীতে দেবীর বোধন হলেও তৃতীয়া, চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছে বাঙালি। জোর কদমে চলছে প্য়ান্ডেল হপিং। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সুরুচি সঙ্ঘ, শ্রীভূমি। শহর থেকে জেলা, উত্তর থেকে দক্ষিণ......শুরু ঠাকুর দেখা।


পঞ্চমীতে জোর কদমে প্য়ান্ডেল হপিং: দিকে দিকে আলোর রোশনাই। মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়তেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। কোথাও নজর কাড়ছে মণ্ডপ, তো কোথাও আবার চোখ টানছে প্রতিমা।  শহরের সেরা পুজোগুলো ঘিরে উন্মাদনা তুঙ্গে।ভিড়ের টক্করে উত্তরের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণের পুজো। তৃতীয়া থেকেই রাস্তায় ঠাকুর দেখার ঢল। পঞ্চমীর দিন সকাল থেকেই ঠাকুর দেখার উন্মাদনা। 


পুজোর আবহাওয়া: এদিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ কলকাতায় বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে। সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তবে গোটা পুজোর সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য়দিকে, উত্তরবঙ্গের শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Junior Doctor Protest: পুজোয় ভিড়ে যানজটের আশঙ্কা, 'মহামিছিলে'র অনুমতি দিল না পুলিশ