নয়াদিল্লি : কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ মর্যাদা লোপের পর প্রথম বিধানসভা ভোট । লোকসভা ভোটের পর প্রথম বড় দুটি বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ পাচ্ছে মঙ্গলবার । আর তাতে দেখা যাচ্ছে দুই বিধানসভার মধ্যে জম্মু কাশ্মীরে ব্যাকফুটে গেরুয়া শিবির।  হরিয়ানায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সকালে কংগ্রেস লিড নিলেও, পরে তাদের পেছনে ফেলে এগোতে শুরু করে বিজেপি। কিন্তু  জম্মু-কাশ্মীরে ক্রমেই পিছিয়ে পড়ছে বিজেপি। দুটি বিধানসভাতেই আসন সংখ্যা ৯০। ম্যাজিক ফিগার ৪৬। দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে।  


২০১৯ সালের আগস্টে কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার হয়। রাজ্যের তকমা হারায় কাশ্মীর। সেই থেকে জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। লাদাখ এবং জম্মু ও কাশ্মীর। তারপর  সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন করাতে হবে। এখানে লড়াই মূলত ত্রিমুখী। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট (The Congress-National Conference (NC) alliance ), বিজেপি  এবং পিডিপির মধ্যে। অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে কারা করবে বাজিমাত সেদিকে তাকিয়ে কাশ্মীরবাসী। মোট ৯০টি আসনে মোট তিন দফায় ভোট হয়। প্রথম দফায় ১৮ সেপ্টেম্বর ভোট হয়েছিল ২৪টি আসনে। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ২৬টি আসনে এবং ১ অক্টোবর বাকি ৪০টিতে। এদিকে ৫ অক্টোবর হরিয়ানার ৯০টি আসনেই ভোট হয়েছিল এক দফায় ।


সকাল ১০ টা পর্যন্ত ট্রেন্ড বলছে, জম্মু - কাশ্মীরে ৯০ টি আসনে বিজেপি এগিয়ে ২৪ আসনে। কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স (এনসি) জোট এগিয়ে ৪৮ টি আসনে। গত বিধানসভা নির্বাচনে  জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল ছিল এই মেহবুবা মুফতির পিডিপি-ই। অথচ এবার তারা মোটামুটি গুরুত্বহীনই।  পিডিপি এগিয়ে ৭ আসনে।  অন্যান্যরা এগিয়ে ১২ আসনে।  জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস  বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করছে। অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও বিজেপি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে।  






আরও পড়ুন : আজই বোধন বেলুড় মঠে, জেনে নিন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর দিনক্ষণ