সমীরণ পাল, অশোকনগর: আর জি কর-কাণ্ডের (R G Kar News) আবহে রাজ্যের একাধিক ক্লাব ও পুজো উদ্যোক্তারা সরকারের দেওয়া অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি পুজো কমিটি গত কয়েকবার সরকারের অনুদানের টাকা নিলেও এবার তারা তা নেবে না বলে এদিন জানিয়ে দিয়েছে।
অনুদান না নেওয়ার সিদ্ধান্ত: আর জি কর-কাণ্ডে একদিকে বিচার চেয়ে আন্দোলন যত দীর্ঘ হচ্ছে, ক্রমশ কড়া হচ্ছে প্রতিবাদের ভাষা। আর এরই সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ লম্বা হচ্ছে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়া উদ্যোক্তাদের সংখ্যাটা। পুজোর আর এক মাসও বাকি নেই। অন্যান্য বছর এই সময়ে গোটা বাংলায় পুজোর প্রস্তুতি তুঙ্গে থাকে। কিন্তু এবার আর জি কর-কাণ্ডের নৃশংসতায় যেন থমথম করছে গোটা বাংলা। এক মায়ের সন্তান বিয়োগ যেন সমস্ত সমাজকে আত্মীয়হারা করেছে। কিন্তু অনেক পুজো উদ্যোক্তাই এবার চাইছেন পুজো হোক আচার মেনে, অনাড়ম্বরভাবে। অশোকনগরের বাবা পঞ্চানন্দতলা দুর্গাপূজা কমিটিও এবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের অনুদান না নেওয়ার। পুজো কমিটির কোষাধ্যক্ষ অসিত ঘোষ বলেন, "এই অভয়ার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমার খারাপ লাগছে খুব। আমাদের গ্রামে কত মেয়েরা আছে। তাদের কথা ভাবি আমার মেয়ের কথা ভাবি। আমরা এজন্য এ বছরে টাকা নিচ্ছি না। এবারে আমরা চাই সুবিচার।'' সভাপতি অরুণচন্দ্র ঘোষের কথায়, "কেউ কেউ আপত্তি করেছিল। এতগুলো টাকা তোমরা ছাড়বে কেন? আমরা বলেছি, দেখ লোভটাকে ত্যাগ কর। আমার নিজের ঘরের মেয়ে যদি হত তাহলে কি এই নির্মম অত্যাচারের প্রতিবাদ আমরা করব না?''
কী বলেন মুখ্যমন্ত্রী?
পর পর পুজো ক্লাবগুলির অনুদান ফেরানো নিয়ে সম্প্রতি মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "যদি কেউ না নিতে চান ভাল কথা তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন তালিকা এসেছে তার থেকে নতুন যারা এসেছে তাদের দিয়ে দেবেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।