নয়াদিল্লি: "জেল আমাকে দুর্বল করতে পারবে না", শুক্রবার আবগারি দুর্নীতি মামলায় তিহাড় জেল (Tihar jail) থেকে জামিনে মুক্তি পাওয়ার পরেই এই মন্তব্যই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। আগেই আবগারি দুর্নীতি নিয়ে ইডির দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে সিবিআইয়ের দায়ের করা মামলাতেও দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর বিকেলেই তিহাড় জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। তিহাড় জেলের বাইরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন আম আদমি পার্টির নেতা, কর্মী ও প্রচুর সমর্থক। দলের সুপ্রিমোর মুক্তির আনন্দে তাঁদের আতশবাজি পোড়াতে দেখা যায়।


আরও পড়ুন: RG Kar Protest: "অর্ধনারী" গণেশ, অভিনব মূর্তির আরাধনা করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ মুম্বইয়ে


জেল থেকে মুক্তি পাওয়ার পরেই দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ধন্যবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বলেন, "আমি সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমার মুক্তির জন্য প্রার্থনা করছিলেন। আপনারা প্রচণ্ড বৃষ্টিকে অগ্রাহ্য করে এখানে আসার জন্য যে সাহস দেখিয়েছেন তার জন্য আমি কতৃজ্ঞ।"


এরপরই নাম না করে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "ওরা আমার মনোবল ভাঙার জন্য আমাকে জেলে পুরেছে, কিন্তু আমার মনোবল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জেল আমাকে দুর্বল করতে পারবে না। আমাদের দেশকে দুর্বল করার জন্য যে দেশবিরোধী শক্তিগুলো চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাব। এখন আমার মনোবল আরও ১০০ গুণ বেড়ে গেছে।"


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Port Blair Renamed: বদলে দেওয়া হল পোর্ট ব্লেয়ারের নাম