অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : ২০২২ সালে পুজোয় সাড়া ফেলেছিল মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডাল। সেবার থিম ছিল লালকেল্লা। তখন সামনেই আজাদি কি অমৃৎ মহোৎসব। পরের বছর অর্থাৎ গত বছর ২০২৩ এ হইচই ফেলে দেয় সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ। সেবার তাদের আকর্ষণ ছিল অযোধ্যার রামমন্দিরের আদলে গড়ে তোলা প্যান্ডাল। তখনও অযোধ্যার মন্দির উদ্বোধনই হয়নি। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বাঁধনছাড়া ভিড় হয়েছিল বিজেপি নেতা সজল ঘোষের পুজোয়। মণ্ডপে ঢোকার আগেই সকলের গলায় শোনা গিয়েছিল, জয় শ্রী রাম !
এবার ৮৯ তম বছরে সন্তোষ মিত্র স্কোয়ার। এবারের থিম কী, উঠসাহ অনেকেরই। আভাস মিলেছিল আগেই। আর এবার তা নিশ্চিত করলেন সজল ঘোষ। এবারের থিম আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য আলোর গোলক। কিন্তু এবার এতেও মিশে গিয়েছে প্রতিবাদের ভাষা। উদ্যোক্তারা জানিয়েছেন, বিশাল ডোমে কখনও প্রতিবাদের প্রদীপ, কখনও ফুটে উঠবে 'জাস্টিস ফর আর জি কর' স্লোগান।
এবার পুজোর আবহটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। আগমনীর সঙ্গে বেজে চলেছে বিষাদের সুর। আর জোড় হাতে পুরো শহর মায়ের কাছে চাইছে, এক নির্যাতিতা মেয়ের বিচার। বিচারের দাবিতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পথে নামা, হাতে হাত রেখে বিষাদসিন্ধু পার হওয়ার সংকল্প, এবার পুজোর আগে এক অভূতপূর্ব নাগরিক আন্দোলনের সাক্ষী থেকেছে এ তিলোত্তমা। সেই প্রতিবাদের বোল এবার বাজবে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপেও। মায়ের পুজোর মাঝেই মেয়ের বিচার চাইবে এ শহর। উদ্যোক্তারা বলছেন, এ পুজোয় মায়ের কাছেও দাবি একটাই, আর জি করের বিচার চাই।
কলকাতার অন্যতম সেরা পুজো, সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতিবছর এ পুজোয় চমক অনিবার্য। ৮৯ তম বছরে আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য্য় আলোর গোলক করার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। এবার হচ্ছেও তাই। তবে, তাতেও মিশে গিয়েছে প্রতিবাদের ভাষা। মাঠজুড়ে বিজ্ঞাপন বোর্ডেও থাকবে প্রতিবাদের ছোঁয়া। এ পুজোকে সজল ঘোষ বলছেন, প্রতিবাদের উৎসব।
উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের পুজো কমিটির তরফ থেকে প্রতিবছর এলাকার ১২০০ জন ছাত্রছাত্রীকে হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। এবার তা উৎসর্গ করা হয়েছে আর জি করের নিহত চিকিৎসকের নামে। উদ্যোক্তারা বলছেন, তাঁদের বার্তা একটাই - পুজোয় থাকলেও, বিচারের দাবি ভুলিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Weather Update: অস্বাভাবিক আর্দ্রতা ও গরমে নাজেহাল বঙ্গবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল আবহাওয়া দফতর