কলকাতা: আশ্বিনে গলদঘর্ম বাংলা। তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্য। রেকর্ড ভেঙে দার্জিলিংয়ে তাপমাত্রা ছাড়াল ২৮ ডিগ্রি। কলকাতায় পারদ ৩৫ ছুঁইছুঁই। সঙ্গে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি। এরইমধ্যে স্বস্তির পূর্বাভাস। কাল থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে পাহাড়েও। 


আশ্বিনের গরমে হাঁসফাঁস করছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। গলদঘর্ম অবস্থা কলকাতা থেকে দার্জিলিংয় সর্বত্র। সকাল থেকে গায়ে জ্বালা ধরাচ্ছে তাপমাত্রা। আর্দ্রতার কারণে একটু কাজ করতে গেলেই ঘেমেনেয়ে একসা। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া বদলাতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।


 





কলকাতার গরম থেকে বাঁচতে অনেকে এই সময় পাহাড়ে চলে যান। কিন্তু, সেখানেও স্বস্তির লেশমাত্র নেই। রবিবার দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। গরমের কারণে পর্যটকরা দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না। পাহাড়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে, শিক্ষমন্ত্রীর কাছে স্কুলের সময় পরিবর্তনের আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার থেকে পাহাড়ে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Mamata Banerjee:'বারবার বলেও কাজ না হলে, কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হবে' ফের সরব মুখ্যমন্ত্রী