কলকাতা : কেমন থাকবে পুজোর আবহাওয়া ? আনন্দ মাটি হয়ে যাবে না তো পুজোর ? মেঘের ঘনঘটায় এনিয়ে হাজারো প্রশ্ন এখন রাজ্যবাসীর মনে। এই পরিস্থিতিতে পুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।


ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। 


উত্তরবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি -


উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার জেলায়। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ কমতে পারে।


দক্ষিণবঙ্গে আবহাওয়ার গতিপ্রকৃতি-


দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবারের বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। 


মৎস্যজীবীদের সতর্কবার্তা-


আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ক্ষতি হতে পারে শস্যের। নদীর জলস্তর বাড়বে। দৃশ্যমানতা কমতে পারে।


পুজোর আমেজ শুরু। চারিদিক কার্যত সেজে উঠেছে প্যান্ডেল-আলোকমালায়। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তার আগে আবহাওয়ার একটু খামখেয়ালিপনায় কিছুটা চিন্তা রাজ্যবাসী। কারণ, শেষবেলায় তুমুল বর্ষণে না ভেস্তে যায় পুজোর আনন্দ!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।