Nirmala Sitharaman: কেন্দ্রীয় সরকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে পাইলট প্রকল্প পিএম ইন্টার্নশিপ যোজনা  (PM Internship Yojana) শুরু করেছে। এর জন্য 12 অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাবে। এই ইন্টার্নশিপ চলবে এক বছর। নির্বাচিত যুবকদের প্রতি মাসে 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও, ইন্টার্নশিপের শুরুতে একসঙ্গে 6,000 টাকা দেওয়া হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) তার বাজেট বক্তৃতায় এই প্রকল্প সম্পর্কে ইতিমধ্যেই তথ্য দিয়েছেন।


পিএম ইন্টার্নশিপ স্কিমের অধীনে তরুণরা ভারতের শীর্ষ 500 কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল আগামী 5 বছরে দেশের 1 কোটি যুবকের দক্ষতা বিকাশ করা। পিএম ইন্টার্নশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 5 হাজার টাকা ও একসঙ্গে 6 হাজার টাকা প্রথমে আর্থিক সহায়তা দেওয়া হবে।


12 অক্টোবর থেকে পিএম ইন্টার্নশিপের জন্য আবেদন
সরকারি সূত্র জানিয়েছে, চলতি অর্থ বছরে 1.25 লক্ষ যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে 800 কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। দেশের অনেক কোম্পানি এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি, ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম EasyMyTrip আগামী 3 থেকে 6 মাসের মধ্যে 500 টিরও বেশি ইন্টার্ন নিয়োগ করার ঘোষণা করেছে। 12 অক্টোবর মধ্যরাত থেকে যুবকরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে৷ 10 অক্টোবরের মধ্যে কোম্পানিগুলি তাদের চাহিদা অনুযায়ী ইন্টার্নশিপ সম্পর্কে তথ্য দেবে৷


পিএম ইন্টার্নশিপের জন্য আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে
PM ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীরা 12 অক্টোবর মধ্যরাত থেকে www.pminternship.mca.gov.in ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা ২৬ অক্টোবরের মধ্যে কোম্পানিগুলোকে দেওয়া হবে। সরকার এই পোর্টালে নিবন্ধনের জন্য বিজয়াদশমীর শুভ দিনটিকে বেছে নিয়েছে। এখনও পর্যন্ত 111টি কোম্পানি এই প্রকল্পে যোগ দিয়েছে, এর বাইরে মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং গুজরাতের মতো রাজ্যগুলিও অন্তর্ভুক্ত হয়েছে।


2 ডিসেম্বর থেকে ইন্টার্নশিপ শুরু হবে
সরকারের কাছ থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা পাওয়ার পরে কোম্পানিগুলি 27 অক্টোবর থেকে চূড়ান্ত নির্বাচন করবে। এর পরে 2 ডিসেম্বর, 2024 থেকে ইন্টার্নশিপ শুরু হবে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে নির্বাচিত যুবকদেরও বিমা কভারেজ দেওয়া হবে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সরকার তার পক্ষ থেকে এর প্রিমিয়াম দেবে। এছাড়াও কোম্পানিগুলি অতিরিক্ত দুর্ঘটনা বিমা কভার দিতে পারে।


পিএম ইন্টার্নশিপের জন্য যোগ্যতা
পিএম ইন্টার্নশিপ স্কিমের সুবিধাগুলি পেতে প্রার্থীর বয়সসীমা 21 থেকে 24 বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরিবারের বার্ষিক আয় ৮ লাখের বেশি হওয়া উচিত নয়। বর্তমানে যারা আনুষ্ঠানিক ডিগ্রি কোর্স বা চাকরি করছেন তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। এই ধরনের প্রার্থীরা অনলাইন কোর্স বা বৃত্তিমূলক প্রশিক্ষণের অংশ হতে পারে।


Driving License: এবার ১৬ বছর হলেও চালাতে পারবেন স্কুটার বা বাইক, সরকার আনছে নতুন নিয়ম