মনোজ বন্দ্যোপাধ্যায়,  পশ্চিম বর্ধমান: দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের পুজো মণ্ডপ। সপরিবারে সেই পুজো দেখে এলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পুজো উদ্যোক্তা স্থানীয় তৃণমূল নেতার প্রস্তাব, এবার দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখে আসুন বিজেপি সাংসদ। পুজো নিয়ে কোনও রাজনৈতিক বিতর্কের জায়গা নেই, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।

আরও পড়ুন, নিম্নচাপের জের, নবমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হলুদ সতর্কতা ! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের আশঙ্কা দশমীতে

ঠিক যেন দিঘার জগন্নাথ মন্দির!দেওয়ালে একই রকম শিল্পকলার নিদর্শন। মণ্ডপে খোদাই করা জগন্নাথ-বলরাম-সুভদ্রার প্রতিকৃতি।দ্বিতীয়াতে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের ২৬তম দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তমীর রাতে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে সপরিবারে ঘুরে গেলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন , শঙ্করপুর সত্যিই খুব ভাল হয়েছে, সেই কারণে আমিও দেখতে এলাম। মাস পাঁচেক আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। তৃণমূল সরকারের আমন্ত্রণে, অক্ষয় তৃতীয়ায় স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে পৌঁছে গেছিলেন দিলীপ ঘোষ।যা নিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছিল জোর বিতর্ক।এবার দিঘার মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, যে পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সেখানে ঘুরে গেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, পুরীর জগন্নাথই হোক আর দিঘার জগন্নাথই হোক, সনাতনী ধর্মের পুজো হচ্ছে। আমরা সবাই দুর্গোৎসব পালন করি এটাই তো বড় কথা। শঙ্করপুর সত্যিই খুব ভাল হয়েছে, সেই কারণে আমিও দেখতে এলাম। পুজো সবারই পুজো। হিন্দুদের সনাতনী ধর্মের পুজো, এটা বিতর্কের কিছু নয়। রাজনীতির বাইরে।দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীনের তৃণমূল নেতা ও উদ্যোক্তা স্বাধীন ঘোষ বলেন, উনি (সৌমিত্র খাঁ) এসেছেন, দেখেছেন এবং প্রশংসাও করেছেন, এটা একটা ভাল দিক। সৌমিত্রদাকে বলেছি, প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, চিন্তাধারা কর্মকাণ্ডের প্রতিচ্ছবিটা যদি এত সুন্দর হয়, তাহলে অরিজিনাল কাজটা কতটা সুন্দর, একবার গিয়ে দেখে আসুন দিঘাতে।'দুর্গাপুজোয় একেবারে অন্যমেজাজে ধরা দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।