কলকাতা: পুজোর দিনগুলি বৃষ্টি এসে মাটি করবে কিনা, এনিয়ে শঙ্কা সবার মনেই ছিল। কিন্তু উমা আরাধনার দিনগুলিতে এখনও অবধি ফের নতুন করে বৃষ্টির মুখোমুখী হতে হয়নি কলকাতাকে। কিন্তু রাত পেরোলেই নবমী। আর কাল থেকেই দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে, আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

আরও পড়ুন, সুরুচি সঙ্ঘের পুজোয় সপরিবারে রাজ্যের মুখ্যসচিব , '..সবাইকে মহাঅষ্টমীর শুভেচ্ছা'

আইএমডি সূত্রে খবর, কাল সকাল সাড়ে ৮ টা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে খবর।অপরদিকে, পশ্চিমবঙ্গ পুলিশ এক্সহ্যান্ডেলে নিম্নচাপের কথা জানিয়েছে।

বৃষ্টি থেকে পুজোয় নেই রেহাই, অষ্টমীতেও বৃষ্টি, চলবে একাদশী পর্যন্ত। কাল থেকে দ্বাদশী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামানের কাছে ঘূর্ণাবর্ত, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। নবমীর সারাদিন থাকবে মেঘলা আকাশ, রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দশমীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।   একাদশীর দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দ্বাদশী থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলার পূর্বাভাস। শেষ অবধি পাওয়া খবরে, আজ ২-৩ ঘণ্টা পরেই হাওড়ায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস।

পুজোর প্রথম ইনিংস ভালোয় ভালোয় কাটলেও, মহাষ্টমী থেকে ঘুরেছে খেলা, সকাল থেকে মাঝে মাঝেই আকাশের মুখ ভার। বেলা গড়াতেই, জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। প্যান্ডেল হপিং থামিয়ে প্যান্ডেলের ছাউনিতে জায়গা নেন অনেকে। এরমধ্যে একটু মন খারাপ করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি। যা দশমীতে বাড়তে পারে। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নবমীতেই পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।

যার জেরে বুধবার অর্থাৎ নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। শুক্রবার অর্থাৎ একাদশী পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।শনিবার অর্থাৎ দ্বাদশীর দিন থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।