ঝিলম করঞ্জাই, কলকাতা:  মহাঅষ্টমীতে নিরাপত্তার কারণ দেখিয়ে ত্রিধারা সম্মিলনীর লাইভ অঘোরি ডান্স পারফরম্যান্স বন্ধ করে দিল পুলিশ। ত্রিধারা সম্মিলনীতে মহাদেবের দুটো রূপ নিয়ে, তাঁরা এখানে প্রকাশ করছেন। মহাদেবের একটা রূপ হচ্ছে শান্তরূপ এবং অপরটা রুদ্র রূপ। এদিন মহাদেবের সেই রুদ্ররূপ উপস্থাপনা করা হচ্ছিল। সেই পরিকল্পনার মাঝেই নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গেল ত্রিধারা সম্মিলনীর  লাইভ অনুষ্ঠান ! 

Continues below advertisement

আরও পড়ুন, 'মমতাদিকে শক্তি দিও মা, যেন বাংলার অসুর দমন করতে পারে', দেবীর দুর্গার সামনে কেঁদে প্রার্থনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

সম্প্রতি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত বেধেছিল। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ তুলেছিলেন, বিজেপি নেতা ও পুজোর উদ্য়োক্তা সজল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, পুজোর যে থিম, অপারেশন সিঁদুর, তা নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ। যদিও এই অভিযোগ মানতে চাননি কলকাতার পুলিশ কমিশনার। তাঁর বক্তব্য, মানুষের নিরাপত্তার জন্য যা যা করণীয়, পুলিশ তাই করছে। সন্তোষ মিত্র স্কোয়ার বিজেপি কাউন্সিলর ও উদ্যোক্তা  সজল ঘোষ বলেন, এই রকম চলতে থাকলে পুজো করা সম্ভব নয়। 

শুক্রবার চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। আর শনিবারই একেবারে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্য়কর দাবি করেন এই পুজোর অন্য়তম উদ্য়োক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুলিশের বিরুদ্ধে তুললেন অসহযোগিতা, হেনস্থার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ! দেন পুজো বন্ধ করে দেওয়ার মতো হুঁশিয়ারিও!সজল ঘোষ বলেছিলেন, প্রতি বছর পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতামি, অসহযোগিতার কথা বলছি না, আমাদের সম্মুখীন হতে হচ্ছে।  এই রকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সঙ্গে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সঙ্গে মারপিট করে, ঝগড়া করে, প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়।

 মূলত, এবছর ৯০তম বর্ষে, সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর। লাইট অ্য়ান্ড সাউন্ডের মাধ্য়মে মণ্ডপে তুলে ধরা হয়েছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তার প্রত্য়াঘাতে ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)