কলকাতা: চলতি সপ্তাহের শুরুতেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা। একাধিক পুজো মন্ডপের প্রবেশ দ্বারও খুলে পড়েছিল। পুজোর মুখে ঠিক তখনই এসেছিল আরও এক সাবধানবাণী, যে ভরাপুজোর মধ্যেই ফের ভারী বর্ষণের হতে পারে কলকাতায়। যদিও সেই সতর্কতা এখনও রয়েছে। তবে প্রকৃতির ভয়াবহ রূপ গতকাল দেখতে হয়নি এ শহরকে। তাই আজ মহাষষ্ঠীতে তাই জনজোয়ারে ভেসেছে কলকাতা।
নতুন জামাকাপড় কি সব আলমারিতেই তোলা থাকবে ? বৃষ্টিতে কি মাটি হবে এই পুজো ? এমন আশঙ্কা যখন মনের মধ্যে ঘুরছে, ঠিক তখনই আত্মবিশ্বাস জোগাল পঞ্চমী এবং আবহাওয়া দফতরের খবর। গতকাল রাতে আকাশে মেঘ ছিল ঠিকই। কিন্তু বাইরে বেরিয়ে ভিজতে হয়নি দর্শনার্থীদের। একেই আজ রবিবার, তার উপর আবার ষষ্ঠী। সবমিলিয়ে উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার অলিতে গলিতে ঢাকের আওয়াজ, আলোর রোশনাই। লাইন দিয়ে ঠাকুর দেখতে ফের মেতেছে বাঙালি। হাওয়াই মিঠাই হাতে বাবার কোলে কচিকাদের ফের মিলেছে দেখা। কেউ লেখকের জীবনি, কেউবা ডারউইনবাদ- উত্তরের শ্রীভূমি থেকে শিকদার বাগান, ওদিকে দক্ষিণের চেতলা অগ্রণী থেকে মুদিয়ালি, একে অপরকে টেক্কা দিচ্ছে। যদিও এই পুজোয় একাধিক ইস্যুতে মাঝে ছন্দ কেটেছিল দুএক জায়গায়। তবে তাও এখন মিটে গিয়েছে। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ। অপরদিকে, বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় দেখা গেল সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারকে।
কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া। ষষ্ঠীতে এরকমই কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। বোধন হয়েছে। ষষ্ঠীর রাজপথেই যেন অষ্টমীর আমেজ। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মণ্ডপে মণ্ডপে বাড়ছে ভিড়ও। কোথাও থিম। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া।যার নেপথ্যে পুজো উদ্যোক্তাদের বছরভর পরিকল্পনা আর পরিশ্রম। সেই পরিকল্পনা ও পরিশ্রমের স্বীকৃতি এবিপি আনন্দের বিশেষ সম্মান। কাঁকুড়গাছি মিতালি-র পুজো এবার পড়ল ৮৯ তম বর্ষে। এই পুজোর থিম-'সখের বাজার'। মণ্ডপ চত্বরে ফুটিয়ে তোলা হয়েছে একটুকরো বাজার। রাজারহাটের ম্য়াগনোলিয়া অক্সিজেনের পুজো এবার নজর কেড়েছে। ছিমছাম পরিবেশ! প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া....! নেতাজিনগর নাগরিকবৃন্দের পুজো ১৫ বছরে পড়ল। থিম হিসেবে উঠে এসেছে নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির!
থিমের আদলে সেজেছে প্রতিমা! অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৭৬ বছরে পড়ল! তাদের থিম- 'বাংলা আমার মায়ের ভাষা'। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালা! নিউ টাউনের বিডি ব্লক কালচারাল অ্য়াসোসিয়েশন -এর পুজোর এবার দশম বর্ষ! থিম হিসেবে তুলে ধরা হয়েছে লালকেল্লাকে! উত্তর থেকে দক্ষিণ....পুজোর আনন্দে সামিল শহরবাসী! লম্বা ভিড় ঠেলে চলছে মণ্ডপ ও প্রতিমা দর্শন।