সুনীত হালদার, হাওড়া : দুর্গাপুজোর (Durga Puja 2023) আনন্দের আবহের মাঝে শোকের নিকষ কালো ছায়া। নবমীর দিন মর্মান্তিক বেপরোয়া বাইকে গতির বলি ২২ বছরের তরুণী। ভোর ৪টে নাগাদ হাওড়ার (Howrah Accident) জগাছায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বন্ধুর বাইকে চেপে ঠাকুর দেখে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী তনুপর্ণা দাস। তরুণীর বাড়ি শিবপুরের মন্দিরতলায় (Mandirtala)। মাথায় হেলমেট ছিল না তরুণীর।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারায়, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। পিছন থেকে লরি এসে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। লরি উধাও, বাইকটিকে বাজেয়াপ্ত করেছে জগাছা থানার পুলিশ (Jagacha Police Station)।
পুজোর মাঝে দুর্ঘটনার রেশ জারি রয়েছে। দুই বাইকের রেষারেষিতে অষ্টমীর ভোরে প্রাণ গিয়েছিল অষ্টাদশী তরুণীর। প্রেমিকের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণির ছাত্রী রোশনি খানের। ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটেছিল। ঠাকুর দেখে এক বান্ধবীকে নিয়ে প্রেমিকের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোশনি। পাশ থেকে আরেকটি বাইক ধাক্কা মারায় প্রেমিকের বাইক থেকে উড়ালপুলের ডিভাইডারের ওপর আছড়ে পড়েন রোশনি। মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বালিয়ার সাহাপাড়ার বাসিন্দা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
গত পঞ্চমীর ভোরবেলায় সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় (Accidnet) জখম হয় এক পরিবার। ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ার জাপানি গেটের কাছে। আহত স্বামী-স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিককুমার গুপ্ত তার স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মণ্ডপ দর্শন করতে বের হন। সারারাত ঠাকুর দেখার পর আজ সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির চালক কার্তিককুমার গুপ্ত এবং তার স্ত্রীর মাথা ফেটে যায়। দুই শিশু অল্পের জন্য রক্ষা পায়।
আরও পড়ুন- নবমীতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, উৎসবমুখর বাংলায় নিম্নচাপের জেরে প্রবল ঝড়-বৃষ্টি ?